Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

বালি দ্বীপে মোটরসাইকেল চালাতে পারবেন না পর্যটকরা

উন্নত পাবলিক ট্রান্সপোর্ট সুবিধা না থাকায় বালিতে বিদেশী পর্যটকরা প্রায়ই দ্বীপের চারপাশে ঘুরতে মোটরবাইক ভাড়া করতে পছন্দ করেন

আপডেট : ১৪ মার্চ ২০২৩, ০৭:০৫ পিএম

কোনো ধরনের ট্রাফিক নিয়ম না মানায় ইন্দোনেশিয়ার বালি দ্বীপে পর্যটকদের মোটরসাইকেল চালানো বন্ধ করতে যাচ্ছে দেশটির সরকার।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, উন্নত পাবলিক ট্রান্সপোর্ট সুবিধা না থাকায় বালিতে বিদেশী পর্যটকরা প্রায়ই দ্বীপের চারপাশে ঘুরতে মোটরবাইক ভাড়া করতে পছন্দ করেন। দুই চাকার গাড়িগুলো নিয়ে সহজেই অলিগলির মধ্যে প্রবেশ করা সহজ। এজন্য অনেক পর্যটক বাইক ব্যবহার করেন।

আর মোটরসাইকেল চালাতে গিয়ে এ বছরের ফেব্রুয়ারি থেকে মার্চ পর্যন্ত ১৭১ জন পর্যটক ট্রাফিক আইন ভঙ্গ করেছে। এছাড়া অনেকে ভুয়া নম্বর প্লেট ব্যবহার করেছে।

স্থানীয় সরকারের মুখপাত্র আই ওয়াইন কোস্টার বলেন, “একজন পর্যটকের খালি গায়ে, হেলমেটবিহীন মোটরসাইকেলে ঘোরাফেরা করা উচিত নয়। কিন্তু এখানে যারা ঘুরতে আসেন তারা এই কাজটি করেন।”

পর্যটকরা এখন থেকে ট্রাভেল এজেন্সি থেকে সরবরাহ করা মোটরবাইক চালাতে পারবেন।

তবে কোভিড-১৯ মহামারির কারণে পর্যটক সংখ্যা কমে যাওয়ার কারণে এ সিদ্ধান্ত নিয়ে দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে। 

একজন ইউক্রেনের পর্যটক বলেন, “পর্যটকদের ঘুরতে স্বাধীনতা দেওয়া উচিত। এছাড়া তাদের বৈধ লাইসেন্স প্রদান করা উচিত।”

তিনি বলেন, “আমরা কোনো ট্রাভেল এজেন্টের সেবা ব্যবহার করি না কারণ আমরা স্বাধীন হতে চাই এবং নিজেরা কিছু করতে চাই যাতে আমরা পরিবেশ অনুভব করতে পারি।”

বালি প্রশাসনের এ আইনটি নিয়ে দ্বিমত পোষণ করছেন স্থানীয় মোটরবাইক ভাড়া সমিতির প্রধান দেদেক ওয়ারাজারা।

তিনি বলেন, “মোটর বাইক চলাচলা নিষিদ্ধ না করে বরং সুনির্দিষ্ট বিষয়ে আইন করা উচিত।”

   

About

Popular Links

x