জার্মানির হামবুর্গ শহরে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির গুলিতে নিহত হয়েছেন ২ জন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, অভিযান শেষ হয়েছে, এখন ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। কি কারণে গুলি চালানো হয়েছে বা কারা দোষী এ বিষয়ে তাদের মুখপাত্র বলতে অস্বীকৃতি জানায়।
স্থানীয় সংবাদ মাধ্যম বিল্ডের খবরে বলা হয়, রবিবার মধ্যরাতের আগে ল্যাঙ্গেনহর্ন জেলায় পুলিশকে ডাকা হয় এবং পরে পুলিশের ২৮টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছায়।
কর্তৃপক্ষের বরাত দিয়ে ডয়চে ভেলে জানিয়েছে, নিহত দুইজনের মধ্যে বন্দুকধারীও রয়েছে বলে সন্দেহ করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, দুইটি অ্যাপার্টমেন্ট ভবনের মধ্যে একটি ওয়াকওয়েতে দুইটি লাশ পাওয়া গেছে। কয়েক সপ্তাহ আগে শহরের জেহোভাস উইটনেস গির্জায় বন্দুকধারীর গুলিতে সাতজন নিহত হয়।
ওই ঘটনায় ফিলিপ এফ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি একটি ধর্মীয় সম্প্রদায়ের একজন সাবেক সদস্য ছিলেন।
এসময় পুলিশ জানায়, বিদ্বেষ থেকে সে গির্জায় গুলি চালায়।