Monday, July 14, 2025

সেকশন

English
Dhaka Tribune

পাকিস্তানেে এক সপ্তাহে পদদলিত হয়ে ২১ জনের মৃত্যু

রমজান মাস শুরু হওয়ার পর থেকে খাবার বিতরণ কেন্দ্রে পদদলিত নিহতের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে

আপডেট : ০১ এপ্রিল ২০২৩, ০৬:৫১ পিএম

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচির বিনামূল্যে খাদ্য বিতরণ কেন্দ্রে পদদলিত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ নারী ও দুই শিশু রয়েছে।

শুক্রবার (৩১ মার্চ) পুলিশ ও উদ্ধার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।

পুলিশ কর্মকর্তা মুগিস হাশমি জানিয়েছেন, শুক্রবার একটি কারখানার বাইরে খাবার সংগ্রহ করার সময় শত শত মানুষ আতঙ্কিত হয়ে একে অপরকে ধাক্কা দিতে শুরু করে। এ সময় বেশ কয়েকজন পাশের ড্রেনে পড়ে যান।

এ ঘটনার পরে উদ্ধার করে আরও পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ কর্মকর্তা হাশমি জানান, যে কারখানার মালিক খাদ্য বিতরণ করেছিলেন তিনি এ বিষয়ে পুলিশকে আগেভাগে জানাননি। তাই স্থানীয় পুলিশ বিতরণ সম্পর্কে অবগত ছিল না। এ কারণে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।

গত সপ্তাহে রমজান মাস শুরু হওয়ার পর থেকে খাবার বিতরণ কেন্দ্রে পদদলিত নিহতের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। গত সপ্তাহ থেকে এ পর্যন্ত পদদলিত হয়ে মোট ২১ জন নিহত হয়েছে।

এদিকে দেশটিতে ময়দা বিতরণ কেন্দ্রগুলোতে হাজার হাজার মানুষ জড়ো হচ্ছেন।

পাকিস্তানের অন্যান্য প্রদেশে সাম্প্রতিক সময়ে অন্তত আরও পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।

সরকারী নথি অনুসারে, ট্রাক ও বিতরণ কেন্দ্রগুলো থেকে হাজার হাজার ব্যাগ আটাও লুট করা হয়েছে।

গত এক বছরে ময়দার দাম ৪৫%-এর বেশি বেড়ে যাওয়ায় মৌলিক পণ্যের দাম বেড়েছে।

পাকিস্তান সরকার গত সপ্তাহে শুরু হওয়া পবিত্র ইসলামিক রমজান মাসে লাখ লাখ অভাবী পরিবারের কাছে পৌঁছানোর জন্য আটা বিতরণ কর্মসূচি চালু করেছে।

   
Banner

About

Popular Links

x