পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর করাচির বিনামূল্যে খাদ্য বিতরণ কেন্দ্রে পদদলিত হয়ে অন্তত ১১ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে পাঁচ নারী ও দুই শিশু রয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) পুলিশ ও উদ্ধার কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন।
পুলিশ কর্মকর্তা মুগিস হাশমি জানিয়েছেন, শুক্রবার একটি কারখানার বাইরে খাবার সংগ্রহ করার সময় শত শত মানুষ আতঙ্কিত হয়ে একে অপরকে ধাক্কা দিতে শুরু করে। এ সময় বেশ কয়েকজন পাশের ড্রেনে পড়ে যান।
এ ঘটনার পরে উদ্ধার করে আরও পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশ কর্মকর্তা হাশমি জানান, যে কারখানার মালিক খাদ্য বিতরণ করেছিলেন তিনি এ বিষয়ে পুলিশকে আগেভাগে জানাননি। তাই স্থানীয় পুলিশ বিতরণ সম্পর্কে অবগত ছিল না। এ কারণে কোনো ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
গত সপ্তাহে রমজান মাস শুরু হওয়ার পর থেকে খাবার বিতরণ কেন্দ্রে পদদলিত নিহতের বেশ কয়েকটি ঘটনা ঘটেছে। গত সপ্তাহ থেকে এ পর্যন্ত পদদলিত হয়ে মোট ২১ জন নিহত হয়েছে।
এদিকে দেশটিতে ময়দা বিতরণ কেন্দ্রগুলোতে হাজার হাজার মানুষ জড়ো হচ্ছেন।
পাকিস্তানের অন্যান্য প্রদেশে সাম্প্রতিক সময়ে অন্তত আরও পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে।
সরকারী নথি অনুসারে, ট্রাক ও বিতরণ কেন্দ্রগুলো থেকে হাজার হাজার ব্যাগ আটাও লুট করা হয়েছে।
গত এক বছরে ময়দার দাম ৪৫%-এর বেশি বেড়ে যাওয়ায় মৌলিক পণ্যের দাম বেড়েছে।
পাকিস্তান সরকার গত সপ্তাহে শুরু হওয়া পবিত্র ইসলামিক রমজান মাসে লাখ লাখ অভাবী পরিবারের কাছে পৌঁছানোর জন্য আটা বিতরণ কর্মসূচি চালু করেছে।