Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর বিরুদ্ধে অশোভন আচরণের অভিযোগ

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী গত মার্চে কেম্যান আইল্যান্ডের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহন করেন। আর এরই মধ্যে তার বিরুদ্ধে বেশক'টা অভিযোগ করা হয়। এসবের অভিযোগের অধিকাংশই গৃহপরিচারিকা এবং অফিসের কর্মচারী সম্পৃক্ত।

আপডেট : ২৪ জুন ২০১৮, ০৮:৪৪ পিএম

অশোভন আচরণের দায়ে যুক্তরাজ্যের কেম্যান আইল্যান্ডের গভর্নর আনোয়ার চৌধুরীকে বরখাস্ত করেছে দেশটির পররাষ্ট্র দপ্তর । তার বিরুদ্ধে কর্মচারীর সাথে অশোভন ব্যবহার, মদ্যপ অবস্থায় ভারসাম্যহীন আচরণ এবং গৃহপরিচারিকাকে শার্ট-হীন অবস্থায় মালিশ করতে বলার অভিযোগ রয়েছে। 

সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী গত মার্চে কেম্যান আইল্যান্ডের গভর্নর হিসেবে দায়িত্ব গ্রহন করেন। আর এরই মধ্যে তার বিরুদ্ধে বেশক'টা অভিযোগ করা হয়। এসবের অভিযোগের অধিকাংশই গৃহপরিচারিকা এবং অফিসের কর্মচারী সম্পৃক্ত।

ব্রিটেন এবং কেম্যানের সূত্রানুসারে গৃহপরিচারিকাকে তার শার্ট-হীন কাঁধে মালিশ করতে অনুরোধ করা হলে তার কাছে তা অশোভন মনে হয়। উল্লেখ্য, সেখানে কোনোরূপ যৌন অনৈতিকতাপূর্ণ ইঙ্গিত ছিলনা। তার বিরুদ্ধে স্ত্রীর সাথেও খারাপ আচরণের অভিযোগ রয়েছে।  এক রাতে মদ্যপ অবস্থায় শাশুড়ির সাথে ঝগড়া করার কথাও উঠে এসেছে এই অভিযোগ তালিকায়। সরকারি বাসভবনের কর্মচারীর সাথে চিৎকার-চ্যাঁচামেচি এবং নিপীড়ন করতেন বলেও জানা গেছে। এমনকি বাসভবনের কর্মচারীকে মেয়ে শিশুর খেয়াল রাখতে বলার অভিযোগও রয়েছে এই তালিকায়।

   

About

Popular Links

x