Saturday, July 12, 2025

সেকশন

English
Dhaka Tribune

জাতিসংঘের কাজ করতে পারবেন না আফগান নারীরা, নিষেধাজ্ঞা তালেবানের

২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে তালেবান সরকার আফগান নারীদের উচ্চশিক্ষা, সরকারি চাকরিতে নিষেধাজ্ঞাসহ বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপ করেছে

আপডেট : ০৫ এপ্রিল ২০২৩, ০৭:০০ পিএম

আফগানিস্তানের সর্বত্র জাতিসংঘের মিশনে কাজ করা নিয়ে নারীদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে তালেবান। জাতিসংঘের একজন মুখপাত্র এ তথ্য জানিয়ে এমন নিষেধাজ্ঞাকে “অগ্রহণযোগ্য” বলে অভিহিত করেছেন।

২০২১ সালের আগস্টে ক্ষমতা দখলের পর থেকে তালেবান সরকার আফগান নারীদের উচ্চশিক্ষা, সরকারি চাকরিতে নিষেধাজ্ঞাসহ বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপ করেছে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক সাংবাদিকদের বলেন, “ইউএনএএমএ-এর এক আদেশে এ নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে। এখনও কোনো লিখিত আদেশ পাওয়া যায়নি, তবে অস্পষ্টতা দূর করতে বুধবার কাবুলে তালেবানদের সঙ্গে বৈঠকে বসবেন জাতিসংঘের প্রতিনিধিরা।”

তিনি আরও বলেন, “এই সিদ্ধান্ত সাহায্য দানকারী সংস্থাগুলোর কার্যক্রমকে বাধাগ্রস্ত করবে। জীবন রক্ষাকারী সহায়তা প্রদানের জন্য জাতিসংঘের নারী কর্মীরা অপরিহার্য।”

   
Banner

About

Popular Links

x