Friday, June 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

গবেষণা: তিন হাজার বছর আগেও স্পেনে ছিল মাদকের প্রচলন

এসব ভেষজ মাদকে প্রলাপ ও দৃষ্টিভ্রম সৃষ্টি হতো

আপডেট : ০৮ এপ্রিল ২০২৩, ০৭:২১ পিএম

প্রায় তিন হাজার বছর আগে সম্মোহনকারী ভেষজ মাদক গ্রহণ করত স্পেনের মানুষেরা।

সম্প্রতি একটি গবেষণায় এমন তথ্য উঠে এসেছে। বিজ্ঞানীদের গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে সায়েন্টিফিক রিপোর্টস জার্নালে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

গবেষণা বলছে, স্পেনের মেনোরকার একটি কবরস্থান থেকে সংগৃহীত চুলে প্রমাণ পাওয়া যাচ্ছে মানব সমাজ গাছপালা ও ঝোপ থেকে নির্যাসিত মাদক গ্রহণ করত।

ধারণা করা হচ্ছে, ইউরোপে ভ্রম সৃষ্টিকারী মাদক গ্রহণের সবচেয়ে পুরনো প্রত্যক্ষ প্রমাণ এটি।

গবেষণায় বলা হয়েছে, এসব ভেষজ মাদকে প্রলাপ ও দৃষ্টিভ্রম সৃষ্টি হতো।

এতে বলা হয়েছে, মেনোরকার দক্ষিণ-পশ্চিম পাশে এস ক্যারিটক্স গুহায় মানুষের কর্মকাণ্ডের ইঙ্গিত রয়েছে।

এই গুহায় দুই শতাধিক মানুষের সমাধি রয়েছে।

ধারণা করা হয়, ৬০০ বছর ধরে খ্রিষ্টপূর্ব ৮০০ পর্যন্ত এটিকে রীতি পালন ও অন্ত্যেষ্টিক্রিয়ার স্থান হিসেবে ব্যবহার করা হয়েছে।

গবেষণায় উঠে এসেছে, এই মাদক খুব শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। গুহায় শাস্ত্রীয় আচার পালনের অংশ হিসেবে এই মাদক ব্যবহার করা হয়ে থাকতে পারে। এতে হয়ত ওঝা জড়িত ছিলেন। যিনি ভেষজ মাদকের পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ন্ত্রণে সক্ষম।

গবেষকরা তিনটি চিত্তপ্রভাবকারী মাদক শনাক্ত করতে পেরেছেন। দৃষ্টিভ্রম সৃষ্টিকারী এট্রোপাইন ও স্কোপোলামাইনের পাশাপাশি বিজ্ঞানীরা এফেড্রিনের উপস্থিতি পেয়েছেন। এটি শক্তি ও চৈতন্য বৃদ্ধি করে।

এর আগে ইউরোপে প্রাগৈতিহাসিক মাদক ব্যবহারের প্রমাণগুলো পরোক্ষ প্রমাণের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। যেমন, শৈল্পিক বর্ণনায় মাদক গাছের উপস্থিতি।

About

Popular Links