Sunday, July 13, 2025

সেকশন

English
Dhaka Tribune

ইউক্রেন যুদ্ধে বিবিসি’র সাবেক সাংবাদিক নিহত

বন্দারেঙ্কো কিভাবে মারা গেলেন সে সম্পর্কে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি

আপডেট : ২৯ এপ্রিল ২০২৩, ১০:৪০ পিএম

ইউক্রেন যুদ্ধে সম্মুখসারিতে দায়িত্ব পালনের সময় বিবিসি”র ইউক্রেন নিউজের সাবেক সাংবাদিক ওলেক্সান্দর বন্দারেঙ্কো নিহত হয়েছেন।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার অভিযান শুরুর পর থেকে ওই সাংবাদিক দেশটির আঞ্চলিক প্রতিরক্ষায় স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করেছিলেন।

যোগাযোগ বিশেষজ্ঞ ও গণমাধ্যম প্রশিক্ষক হিসাবে কাজ করা ছাড়াও পরে সামরিক বাহিনীর হয়েও কাজ করেছিলেন তিনি।

তবে বন্দারেঙ্কো কিভাবে মারা গেলেন সে সম্পর্কে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি।

তার ঘনিষ্ঠ বন্ধুরা কেবল বলেছেন, লড়াইয়ের মধ্যে পড়ে বন্দারেঙ্কোর মৃত্যু হয়েছে। তার মৃত্যুতে শ্রদ্ধা জানিয়েছে বন্ধু-বান্ধব, বিবিসি”র সাবেক সহকর্মীরাসহ ইউক্রেনের গণমাধ্যমগুলোও।

সাশা বা সাশকো নামে পরিচিত ছিলেন বন্দারেঙ্কো। তিনি ছিলেন মূলত পূর্ব ইউক্রেনের লুহান্সকের বাসিন্দা।

২০০৭ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত তিনি বিবিসি”র ইউক্রেন নিউজ সার্ভিসের প্রতিবেদক, উপস্থাপক এবং কিইভ থেকে সম্প্রচারিত রেডিও প্রোগ্রামের সম্পাদক হিসাবে কাজ করেছিলেন।

পরে তিনি বিবিসি ছেড়ে অন্য গণমাধ্যমে কাজ করেন। ইউক্রেন যুদ্ধে বন্দারেঙ্কোর মতো আরও অনেক সাংবাদিকই প্রাণ হারিয়েছেন।

   
Banner

About

Popular Links

x