Sunday, May 19, 2024

সেকশন

English
Dhaka Tribune

পাঞ্জাবে স্বর্ণ মন্দিরের কাছে বিস্ফোরণ, গ্রেপ্তার ৫

এনিয়ে গত এক সপ্তাহে তৃতীয়বার বিস্ফোরণ হলো সেখানে

আপডেট : ১১ মে ২০২৩, ০৬:৩৫ পিএম

ভারতের অমৃতসরে স্বর্ণ মন্দিরের কাছে ফের বিস্ফোরণ ঘটেছে। এ ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পাঞ্জাব পুলিশ।

বুধবার (১০ মে) মধ্য রাতে পাঞ্জাবের অমৃতসরে স্বর্ণ মন্দিরের কাছে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এনিয়ে গত এক সপ্তাহে তৃতীয়বার বিস্ফোরণ হলো সেখানে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

পাঞ্জাব পুলিশের মহাপরিচালক বলেছেন, অমৃতসরের বিস্ফোরণের ঘটনাগুলোর সমাধান করা হয়েছে। এ ঘটনায় যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের পরিচয় প্রকাশ করেননি তিনি।

প্রথম বিস্ফোরণটি ঘটে ৬ মে, দ্বিতীয়টি সোমবার। বৃহস্পতিবারের বিস্ফোরণটি শহরের স্বর্ণ মন্দিরের কাছে হেরিটেজ স্ট্রিট থেকে প্রায় দুই কিলোমিটার দূরে হয়েছিল।

জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) এবং পাঞ্জাব পুলিশ বিস্ফোরণের স্থান থেকে ফরেনসিক নমুনা সংগ্রহ করেছে।

পুলিশ জানিয়েছে, বিশেষ তদন্তকারী দল (এসআইটি) ঘটনাটি তদন্ত করবে এবং বিস্ফোরণের উদ্দেশ্য জানার চেষ্টা করবে।

অমৃতসরের হেরিটেজ স্ট্রিটে দুটি ঘটনায় ব্যবহৃত বিস্ফোরক দুটি পানীয়ের ক্যানে ছিল।

সোমবারের বিস্ফোরণে একজন আহত হন। পুলিশ বলেছে, বিস্ফোরণে ব্যবহৃত দ্রব্যটি একটি পাত্রে রাখা হয়েছিল।

৬ মে বিস্ফোরণেও একজন আহত হয়েছিলেন। এ ঘটনায় কয়েকটি ভবন কিছুটা ক্ষতিগ্রস্ত হয়।

About

Popular Links