Tuesday, May 21, 2024

সেকশন

English
Dhaka Tribune

অস্ট্রিয়ায় ট্রেনে লাউডস্পিকারে হিটলারের বক্তৃতা, অভিযুক্ত ২

অস্ট্রিয়ায় নাৎসি প্রচার একটি ফৌজদারি অপরাধ

আপডেট : ১৬ মে ২০২৩, ১২:২৭ এএম

অস্ট্রিয়ায় আন্তনগর একটি ট্রেনে লাউডস্পিকারে জার্মানির নাৎসি নেতা অ্যাডলফ হিটলারের বক্তৃতা বাজানোর অভিযোগে দুজনকে অভিযুক্ত করা হয়েছে।

রবিবার (১৪ মে) ব্রেগেঞ্জ থেকে ভিয়েনাগামী ট্রেনে এ ঘটনা ঘটে।

এতে সাধারণ ঘোষণার পরিবর্তে ট্রেনের স্পিকার সিস্টেমে লোকজনকে “হেইল হিটলার”, “গিস হেইল” বলে চিৎকার করতেও শোনা যায়।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ।

ট্রেন অপারেটর জানায়, সম্প্রতি কয়েক সপ্তাহে কয়েকবার এমন ঘটনা ঘটেছে।

ব্রেগেঞ্জ-ভিয়েনা ট্রেন সার্ভিস এর এক যাত্রী বিবিসি-কে বলেন, “ট্রেনের সবাই পুরোপুরি স্তম্ভিত হয়ে গেছে।”

গ্রিন পার্টির এমপি ডেভিড স্টোয়েগমুলার বলেন, “হিটলারের বক্তৃতা ট্রেনের ইন্টারকম সিস্টেমের মাধ্যমে বাজানো হয়েছে। ট্রেনটি ভিয়েনায় পৌঁছানোর একটু আগেই এটি বাজানো হয়।”

গ্রিন পার্টির এমপি ডেভিড স্টোয়েগমুলার বলেন, “হিটলারের বক্তৃতা ট্রেনের ইন্টারকম সিস্টেমের মাধ্যমে বাজানো হয়েছে। ট্রেনটি ভিয়েনায় পৌঁছানোর একটু আগেই এটি বাজানো হয়।”

ট্রেনের স্টাফরা রেকর্ডিংটি বন্ধ করতে পারেনি ও নিজেদের ঘোষণাও দিতে পারেনি। একজন ক্রু সত্যিই হতাশ হয়ে পড়েছিল।

বিবিসি-কে পাঠানো এক বিবৃতিতে অস্ট্রিয়ান ফেডারেল রেলওয়ে এ ঘটনার সঙ্গে তাদের কোনো যোগসূত্র নেই বলে স্পষ্ট করে জানিয়েছে।

রেলওয়ে বলেছে, ট্রেনের ইন্টারকমের মাধ্যমে লোকজন সরাসরি এটি করেছে। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। দুইজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে।

কর্তৃপক্ষ ট্রেনের ক্যামেরা থেকে ভিডিও দেখে তাদের খুঁজে বের করে। অস্ট্রিয়ায় নাৎসি প্রচার একটি ফৌজদারি অপরাধ।

হিটলারের জন্ম হয়েছিল অস্ট্রিয়ায়। ১৯১৩ সালে তরুণ বয়সে তিনি জার্মানিতে পাড়ি জমিয়েছিলেন।

About

Popular Links