মৃত্যুর ১২ দিন পরে ভোটে জিতেছেন ভারতের এক নারী।
সম্প্রতি দেশটির উত্তর প্রদেশে পৌরসভার এক নির্বাচনে তিনি জয়লাভ করেন।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, এ মাসে পৌরসভার ওই ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোটের ১২ দিন আগেই আশিয়া বি নামে ওই প্রার্থী মারা যান।
এদিকে ভোটগ্রহণের পর ফলাফলে দেখা যায়, ওই প্রার্থী ৪৪% ভোট পেয়েছেন। কর্তৃপক্ষ তাকে বিজয়ী ঘোষণা করে।
আশিয়া বি”র পারিবারিক সূত্র জানায়, ৩০ বছর বয়সী এই নারী ফুসফুস ও পেটে সংক্রমণের কারণে অসুস্থতার পর মারা যান।
বিষয়টি পরিবারের পক্ষ থেকে নির্বাচন কর্মকর্তাদের জানানো হয়েছিল।
জেলা নির্বাচন কর্মকর্তা ভগবান শরণ বলেন, নির্বাচনী প্রক্রিয়া একবার শুরু হলে, এটি থামানো যায় না।
আশিয়া বি মারা গেলেও ব্যালট থেকে তার নাম মুছে ফেলার কোনো পদ্ধতি নেই। ফলে তার নামসহই ভোটগ্রহণ করা হয়। তাতে তিনি জয়লাভ করেন, যোগ করেন তিনি।
এদিকে এই প্রার্থী মারা গেলেও এলাকাবাসীর কাছে তার গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তার কারনে তিনি জিতবেন বলেই আভাস ছিল।
স্থানীয় বাসিন্দা মোহাম্মদ জাকির বলেছেন, আশিয়া সকলের সঙ্গে সহজে মিশে যেতো। সবাই তাকে পছন্দ করতো। ফলে তাকে ভোট দেওয়ার যে প্রতিশ্রুতি জনগণের মধ্যে ছিল, তা কেউই ভঙ্গ করতে চায়নি। যার প্রতিফলন দেখা গেছে ফলাফলে।
আরিফ নামের আরেক ভোটার বলেন, তার প্রতি শ্রদ্ধা থেকেই আমরা তাকে ভোট দিয়েছি। তাকে মরণোত্তর সম্মান জানিয়েছি।
আশিয়া বি”র স্বামী মুনতাজিম কুরেশি বলেন, আমার স্ত্রী মানুষের সঙ্গে মিশতে পারতো। যে কারণে সে এভাবে জয়লাভ করেছে।