Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বে অসুখী দেশের তালিকায় শীর্ষে জিম্বাবুয়ে

এ সূচকে সর্বনিম্ন স্থানে রয়েছে সুইজারল্যান্ড, এর অর্থ হলো, দেশটির নাগরিকরা সবচেয়ে সুখী

আপডেট : ২৪ মে ২০২৩, ০৯:৩১ পিএম

বিশ্বে দুর্দশাগ্রস্ত বা অসুখী দেশের তালিকায় শীর্ষস্থান দখল করেছে জিম্বাবুয়ে।

বিশিষ্ট অর্থনীতিবিদ স্টিভ হ্যানকের বার্ষিক দুর্দশা সূচকে (এইচএএমআই) এ তথ্য জানানো হয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি।

মূলত দেশগুলোর অর্থনৈতিক অবস্থার বিষয়টির ওপর গুরুত্বারোপ করে এইচএএমআই।

মূল্যস্ফীতি, বেকারত্ব, ব্যাংকের সুদহারসহ অন্যান্য বিষয়গুলোর ওপর নির্ভর করে এ সূচকটি তৈরি করা হয়েছে।

অর্থনৈতিক অবস্থার বিচারে আফ্রিকান দেশটি ইউক্রেন, সিরিয়া ও সুদানের মতো যুদ্ধবিধ্বস্ত দেশগুলোকে ছাড়িয়ে গেছে বলে বিশ্লেষণে জানানো হয়েছে। এ ছাড়া আকাশ ছোঁয়া মুদ্রাস্ফীতিতে জর্জরিত দেশটি।

নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুসারে, র‌্যাঙ্কিংয়ের জন্য মোট ১৫৭টি দেশকে বিশ্লেষণ করা হয়েছে।

স্টিভ হ্যাঙ্ক টুইটবার্তায় লিখেছেন, “অত্যাশ্চর্য মুদ্রাস্ফীতি, উচ্চ বেকারত্ব এবং ঋণের উচ্চ হারের জন্য বিশ্বের সবচেয়ে দুর্ভাগ্যজনক দেশ হিসেবে স্থান করে নিয়েছে জিম্বাবুয়ে। আমার আর কিছু বলতে হবে?”

জিম্বাবুয়ের রাজনৈতিক দল জেডএএনইউ-পিএফ এবং এর নীতিগুলোকে “ব্যাপক দুর্দশার” জন্য দায়ী করেছেন হ্যাঙ্ক।

সবচেয়ে দুর্ভাগ্যজনক দেশের তালিকায় শীর্ষ যে ১৫টি দেশ রয়েছে সেগুলো হলো ভেনেজুয়েলা, সিরিয়া, লেবানন, সুদান, আর্জেন্টিনা, ইয়েমেন, ইউক্রেন, কিউবা, তুরস্ক, শ্রীলঙ্কা, হাইতি, অ্যাঙ্গোলা, টোঙ্গা ও ঘানা।

এদিকে এ সূচকে সর্বনিম্ন স্থানে রয়েছে সুইজারল্যান্ড। এর অর্থ হলো, এর নাগরিকরা সবচেয়ে সুখী।

এ সূচকে দ্বিতীয় সুখী দেশ হিসেবে রয়েছে কুয়েত, তার পরে আয়ারল্যান্ড, জাপান, মালয়েশিয়া, তাইওয়ান, নাইজার, থাইল্যান্ড, টোগো ও মাল্টা।

এ তালিকায় যুক্তরাষ্ট্র রয়েছে ১৩৪ তম স্থানে।

About

Popular Links