Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

সৌদি আরবে ইরানের দূতাবাস খুলছে মঙ্গলবার

দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আবারও মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস বইবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা

আপডেট : ০৬ জুন ২০২৩, ০৭:৪৯ পিএম

সৌদি আরবে আবারও দূতাবাস চালু করছে ইরান। মঙ্গলবার (৬ জুন) রাজধানী রিয়াদে নতুন করে ইরানের দূতাবাস চালু করা হবে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, “এই সপ্তাহেই সৌদি আরবে কূটনৈতিক মিশন পুনরায় চালু হচ্ছে।”

বিবৃতিতে ইরানের এই মুখপাত্র বলেন, “চুক্তি বাস্তবায়নে রিয়াদে ইরানের দূতাবাস, জেদ্দায় কনস্যুলেট জেনারেল এবং অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের কার্যালয় আনুষ্ঠানিকভাবে মঙ্গলবার ও বুধবার খুলে দেওয়া হবে।”

রিয়াদের এক কূটনৈতিক সূত্রও বিষয়টি বিষয়টি নিশ্চিত করেছে।

সৌদি দূতাবাস পরিচালনায় মে মাসে আলিরেজা এনায়েতির নাম ঘোষণা করে তেহরান। এর আগে কুয়েতে ইরানের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বে ছিলেন তিনি।

২০১৬ সালে সৌদি ও ইরানে দূতাবাস বন্ধ হয়ে যাওয়ার পর দুই দেশের সম্পর্ক চরম তিক্ততায় পৌঁছায়। সম্পর্ক পুনরুদ্ধারে চীনের মধ্যস্থতায় মে মাসের শুরুতে একটি চুক্তিতে পৌঁছায় রিয়াদ ও তেহরান। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক স্থাপনে আবারও মধ্যপ্রাচ্যে শান্তির সুবাতাস বইবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

সৌদি আরব ২০১৬ সালে এক শিয়া মুসলিম পণ্ডিতের মৃত্যুদণ্ড কার্যকর করে। প্রতিবাদে সে বছর ইরানের সৌদি আরবের কূটনৈতিক মিশনে হামলা চালায় বিক্ষুব্ধরা। এ ঘটনায় তেহরানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে রিয়াদ।

About

Popular Links