Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি মারা গেছেন

৮৬ বছর বয়সী বার্লুসকোনি লিউকেমিয়ায় ভুগছিলেন

আপডেট : ১২ জুন ২০২৩, ০৪:১৪ পিএম

ইতালির সাবেক প্রধানমন্ত্রী সিলভিও বার্লুসকোনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬।

সোমবার (১২ জুন) ভোরের দিকে দেশটির উত্তরাঞ্চলীয় মিলান শহরের সান রাফায়েলে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

৮৬ বছর বয়সী বার্লুসকোনি লিউকেমিয়ায় ভুগছিলেন। সম্প্রতি তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়েছিল বলে জানা গেছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

বার্লুসকোনি ইতালির বৃহত্তম গণমাধ্যম কোম্পানির প্রতিষ্ঠাতা। পরে তিনি ইতালির রাজনীতিতে যোগ দিয়ে অত্যন্ত প্রভাবশালী নেতায় পরিণত হন এবং পরে দেশটির প্রধানমন্ত্রীও হন।

তিনি ১৯৯৪ সালে প্রথম ইতালির প্রধানমন্ত্রী হন। এরপর ২০১১ সাল পর্যন্ত দেশটির চারটি সরকারের নেতৃত্ব দেন তিনি।  

বার্লুসকোনি ফরচা ইতালিয়া পার্টি ইতালির বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির ক্ষমতাসীন ডানপন্থি জোটের অংশ। তবে মেলোনির সরকারের কোনো পদে ছিলেন না বার্লুসকোনি। তিনি ইতালির পার্লামেন্টের উচ্চকক্ষ সেনেটের সদস্য ছিলেন।  

তার মৃত্যু আগামী দিনগুলোতে ইতালির রাজনীতিকে অস্থিতিশীল করে তুলতে পারে বলে ধারণা পর্যবেক্ষকদের।

   

About

Popular Links

x