Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

সৌদি আরবে ঈদ-উল-আজহা ২৮ জুন

বাংলাদেশে পবিত্র ঈদ-উল-আজহা কবে, তা জানা যাবে সোমবার

আপডেট : ১৮ জুন ২০২৩, ১০:৩৪ পিএম

সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে পবিত্র ঈদ-উল-আজহা উদযাপিত হবে আগামী ২৮ জুন।

রবিবার (১৮ জুন) সৌদি আরবের সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে এই ঘোষণা দিয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।

বিবৃতিতে বলা হয়েছে, রোববার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই হিসেবে দেশটিতে আগামীকাল সোমবার (১৯ জুন) বৃহস্পতিবার জিলহজ মাস শুরু হবে। জিলহজ মাসের ১০ তারিখ ২৮ জুন ঈদ-উল-আজহা উদ্‌যাপিত হবে।

বাংলাদেশে পবিত্র ঈদ-উল-আজহা কবে, তা জানা যাবে সোমবার। ঈদ-উল-আজহার তারিখ নির্ধারণ ও হিজরি ১৪৪৪ সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনার জন্য এদিন জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে।

আগামীকাল সন্ধ্যা সোয়া সাতটায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে। বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করেছে জাতীয় চাঁদ দেখা কমিটি।

টেলিফোন নম্বর: ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭।

ফ্যাক্স নম্বর:০২-২২৩৩৮৩৩৯৭ ও ০২-৯৫৫৫৯৫১।

About

Popular Links