Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

চীনে রেস্টুরেন্টে এলপিজি বিস্ফোরণে ৩১ জনের মৃত্যু

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহত ব্যক্তিদের সুচিকিৎসার সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন

আপডেট : ২২ জুন ২০২৩, ১০:৪৭ এএম

চীনের একটি রেস্টুরেন্টে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) বিস্ফোরণে অন্তত ৩১ জনের মৃত্যু হয়েছে। 

দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইনচুয়ান শহরে বুধবার (২১ জুন) স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

চীনের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম সিনহুয়া কমিউনিস্ট পার্টির আঞ্চলিক কমিটিকে উদ্ধৃত করে জানায়, ফুয়াং বারবিকিউ রেস্টুরেন্টে এলপিজির ছিদ্র থেকে বিস্ফোরণ ঘটেছে।

আহত সাতজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা “আশঙ্কাজনক” বলে জানায় সিনহুয়া।

এছাড়া দুজন মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন, দুজনের শরীরের সামান্য অংশ পুড়েছে এবং বাকি দুজনের শরীর বিস্ফোরণে উড়ে আসা কাচে কেটে গেছে।

রাষ্ট্রায়ত্ত সিসিটিভির একটি ফুটেজে দেখা গেছে, রেস্টুরেন্ট থেকে ধোঁয়া বের হচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাতে কাজ করছেন। কাচসহ বিভিন্ন জিনিসপত্রের ভাঙা টুকরা চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে।

চীনের প্রেসিডেন্ট শি জিনপিং আহত ব্যক্তিদের সুচিকিৎসার সব ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন।

চীনের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রণালয় জানিয়েছে, বিস্ফোরণের পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিস ও স্থানীয় উদ্ধারকারীরা ১০০ জনেরও বেশি মানুষ এবং ২০টি যানবাহন নিরাপদে সরিয়ে নিয়েছে। বৃহস্পতিবার ভোর ৪টার দিকে উদ্ধার তৎপরতা শেষ হয়েছে।

   

About

Popular Links

x