Monday, March 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

আফগানিস্তানে পোলিও টিকা ক্যাম্পেইন চালাবে জাতিসংঘ

ক্যাম্পেইনে মহিলা কর্মীদের অংশগ্রহণের অনুমতি এবং সকল কর্মীদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে তালেবান

আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ০৯:১৭ পিএম

বেশ কয়েক বছর পর আবারও আফগানিস্তানে পোলিও টিকা ক্যাম্পেইন চালানোর ঘোষণা দিয়েছে জাতিসংঘ।

আগামী নভেম্বর থেকে এই কার্যক্রম শুরু করতে তালেবানদের সম্মতি পাওয়া গেছে বলে জানিয়েছে জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ।

সংস্থাটি বলেছে, তালেবানরা ক্যাম্পেইনে মহিলা কর্মীদের অংশগ্রহণের অনুমতি দিয়েছে এবং সকল কর্মীদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছে।

এর আগে, মুসলমানদের শরীরে জীবাণু ঢুকিয়ে দেওয়ার পশ্চিমা ষড়যন্ত্রের কথা বলে তারা টিকা নেওয়ার বিরোধিতা করেছিল ।

ইউনিসেফ জানিয়েছে, নভেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পেইনে পাঁচ বছরের কম বয়সী প্রায় এক কোটি আফগান শিশুদের টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

ঘরে ঘরে গিয়ে পোলিও টিকা ক্যাম্পেইনের সম্মতি দেওয়ায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এবং ইউনিসেফ তালেবানদের স্বাগত জানিয়েছে।

আফগানিস্তানে ইউনিসেফের প্রতিনিধি হার্ভে লুডোভিচ ডি লাইস বলেন, "এই সিদ্ধান্ত আমাদের পোলিও নির্মূলের প্রচেষ্টায় একটি বিশাল অগ্রগতি অর্জন করতে দেবে। পোলিও সম্পূর্ণরূপে নির্মূল করার জন্য, আফগানিস্তানের প্রতিটি পরিবারের প্রতিটি শিশুকে টিকা দিতে হবে।"

   

About

Popular Links

x