জাপানের রাজকুমারী মাকো সকল প্রকারের রাজকীয় মর্যাদা ত্যাগ করে তার ভালোবাসার মানুষকেই বিয়ে করছেন
রাজকীয় সম্মান ত্যাগ করে ভালোবাসার মানুষকে বিয়ে করেছেন জাপানের রাজকুমারীসংগৃহীত
ট্রিবিউন ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ০২:৩২ এএমআপডেট : ২৭ অক্টোবর ২০২১, ০২:৩৫ এএম
জাপানের আইন অনুযায়ী, রাজপরিবারের কোনো নারী সদস্য যদি রাজ পরিবারের বাইরের কাউকে বিয়ে করেন, তবে তিনি সকল প্রকারের রাজকীয় মর্যাদা হারান।
এ রীতি মেনেই জাপানের রাজকুমারী মাকো, সকল প্রকারের রাজকীয় মর্যাদা ত্যাগ করে তার ভালোবাসার মানুষকেই বিয়ে করেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৬অক্টোবর) বিবিসি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এমনকি, জাপানে রাজকীয় বিয়ের ক্ষেত্রে যেসব আনুষ্ঠানিকতা ও নিয়মরীতি মেনে চলা হয় সেগুলোও পরিহার করেছেন রাজকুমারী মাকো।
শুধু তাই নয়, রাজপদবি হারানোর পর ঐতিহ্য অনুযায়ী ১৩ লাখ মার্কিন ডলার পাওয়ার কথা ছিল মাকোর। কিন্তু, তিনি এ পারিবারিক অর্থ নিবেন না বলে জানিয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায়, মাকো তার টোকিওর বাসভবন ছাড়েন। বিয়ে নিবন্ধন করার আগে তিনি তার মা–বাবাকে সম্মান প্রদর্শন করেন। ,
জানা গেছে, বিয়ের পর মাকো ও কোমুরো দম্পতি যুক্তরাষ্ট্রে পারি জমাবেন, সেখানেই শুরু করবেন নিজেদের সংসার। কোমুরো পেশায় একজন আইনজীবী। তিনি যুক্তরাষ্ট্রে কাজ করেন।
মাকো ও কোমুরোর একইসঙ্গে টোকিওর ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। সেখান থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। বেশ কয়েক বছর ধরেই এ জুটিকে নিয়ে জাপানের গণমাধ্যম সংবাদ প্রচার করে আসছেন।
তারা ২০১৭ সালে বাগদান করেন। পরবর্তীতে মঙ্গলবার (২৬ অক্টোবর) তাদের বিয়ের তারিখ নির্ধারিত করা হয়।
রাজকীয় সম্মান ত্যাগ করে ভালোবাসার মানুষকে বিয়ে
জাপানের রাজকুমারী মাকো সকল প্রকারের রাজকীয় মর্যাদা ত্যাগ করে তার ভালোবাসার মানুষকেই বিয়ে করছেন
জাপানের আইন অনুযায়ী, রাজপরিবারের কোনো নারী সদস্য যদি রাজ পরিবারের বাইরের কাউকে বিয়ে করেন, তবে তিনি সকল প্রকারের রাজকীয় মর্যাদা হারান।
এ রীতি মেনেই জাপানের রাজকুমারী মাকো, সকল প্রকারের রাজকীয় মর্যাদা ত্যাগ করে তার ভালোবাসার মানুষকেই বিয়ে করেছেন বলে জানা গেছে।
মঙ্গলবার (২৬অক্টোবর) বিবিসি প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এমনকি, জাপানে রাজকীয় বিয়ের ক্ষেত্রে যেসব আনুষ্ঠানিকতা ও নিয়মরীতি মেনে চলা হয় সেগুলোও পরিহার করেছেন রাজকুমারী মাকো।
শুধু তাই নয়, রাজপদবি হারানোর পর ঐতিহ্য অনুযায়ী ১৩ লাখ মার্কিন ডলার পাওয়ার কথা ছিল মাকোর। কিন্তু, তিনি এ পারিবারিক অর্থ নিবেন না বলে জানিয়েছেন।
মঙ্গলবার স্থানীয় সময় সকাল ১০টায়, মাকো তার টোকিওর বাসভবন ছাড়েন। বিয়ে নিবন্ধন করার আগে তিনি তার মা–বাবাকে সম্মান প্রদর্শন করেন। ,
জানা গেছে, বিয়ের পর মাকো ও কোমুরো দম্পতি যুক্তরাষ্ট্রে পারি জমাবেন, সেখানেই শুরু করবেন নিজেদের সংসার। কোমুরো পেশায় একজন আইনজীবী। তিনি যুক্তরাষ্ট্রে কাজ করেন।
মাকো ও কোমুরোর একইসঙ্গে টোকিওর ইন্টারন্যাশনাল ক্রিশ্চিয়ান ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন। সেখান থেকেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। বেশ কয়েক বছর ধরেই এ জুটিকে নিয়ে জাপানের গণমাধ্যম সংবাদ প্রচার করে আসছেন।
তারা ২০১৭ সালে বাগদান করেন। পরবর্তীতে মঙ্গলবার (২৬ অক্টোবর) তাদের বিয়ের তারিখ নির্ধারিত করা হয়।