Friday, May 24, 2024

সেকশন

English
Dhaka Tribune

প্রেয়সীকে পটাতে ছুড়লেন তাজমহল, ফাটালেন বাবার মাথা

ওইসময় খাবার খাচ্ছিলেন মেয়েটির বাবা। ছুড়ে দেওয়া  ‘সারপ্রাইজ গিফট’ সোজা গিয়ে পড়ে তার মাথায়

আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ০৪:৫৮ পিএম

মুঘল সম্রাট শাহজাহানের গড়া তাজমহলকে বিবেচনা করা হয় ভালোবাসার নিদর্শন হিসেবে। ভারতের দিল্লি শহরের যুবক জিতুও চেয়েছিলেন প্রেয়সীকে ‘তাজমহল’ উপহার দিয়ে মনের কথা জানাতে। কিন্তু, বিধিবাম! মেয়েটির মনে জায়গা না পেলেও আপাতত তার ঠাঁই হয়েছে কারাগারে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বেশকিছুদিন ধরেই স্থানীয় একটি মেয়ের মন পাওয়ার চেষ্টা করে আসছিলেন বাইশ বছর বয়সী জিতু। শেষমেষ তার মন যোগাতে তাজমহলের আদলে গড়া একটি উপহার র‍্যাপিং কাগজে মুড়িয়ে মেয়েটির বাড়ির ভেতর ছুঁড়ে মারেন তিনি। ওইসময় খাবার খাচ্ছিলেন মেয়েটির বাবা। জিতুর ছোড়া ‘সারপ্রাইজ গিফট’ সোজা গিয়ে পড়ে তার মাথায়।

এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে ওই যুবকের বিরুদ্ধে স্থানীয় পুলিশের কাছে অভিযোগ করে মেয়েটি ও তার পরিবার। উপহার নিতে এর আগে অস্বীকৃতি জানালে অভিযুক্ত যুবকের ভাই তাদেরকে হুমকি দেয় বলেও পুলিশকে জানানো হয়।

বিশ বছর বয়সী ওই নারী টাইমস অব ইন্ডিয়াকে জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই তাকে প্রেমের প্রস্তাব এবং সাড়া দেওয়ার নিদর্শন হিসেবে তাজমহলের প্রতিকৃতি নেওয়ার জন্য চাপ দিচ্ছিলেন অভিযুক্ত যুবক।

About

Popular Links