Saturday, March 22, 2025

সেকশন

English
Dhaka Tribune

পেন্টাগন: সিরিয়ায় ড্রোন হামলায় আল কায়দা নেতা নিহত

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলার দু’দিনের মধ্যেই এই ঘটনা ঘটলো

আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১১:৩৯ এএম

মার্কিন সেনাবাহিনীর ড্রোন হামলায় সিরিয়ায় আল কায়দার এক জ্যেষ্ঠ নেতা নিহত হয়েছে বলে জানিয়েছে মার্কিন সেনাবাহিনীর সদর দপ্তর পেন্টাগন।

সিরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলার দু’দিনের মধ্যেই এই ঘটনা ঘটলো।

শুক্রবার (২৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর কেন্দ্রীয় কমান্ডের মুখপাত্র জন রিগসবি। নিহত ওই আল কায়দা নেতার নাম আবদুল হামিদ আল মাতার।

বিবৃতিতে রিগসবি বলেন, “তিনি নিহত হওয়ায় সন্ত্রাসী এই গোষ্ঠীর নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। তার ফলে মার্কিন নাগরিক, যুক্তরাষ্ট্রের মিত্র ও নিরপরাধ সাধারণ মানুষের বিরুদ্ধে এই গোষ্ঠীর হামলার যেসব চক্রান্ত ছিল- তা খানিকটা হলেও বানচাল করা সম্ভব হয়েছে।”

হামলায় এমকিউ-৯ ড্রোন ব্যবহার করা হয়েছে বলে বিবৃতিতে জানিয়েছেন জন রিগসবি। 

তিনি বলেন, “আল কায়দা সবসময়েই যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিরাপত্তার জন্য বড় হুমকি। বর্তমানে তারা সিরিয়াকে নিরাপদ স্বর্গ হিসেবে বিবেচনা করছে। আমাদের হাতে থাকা তথ্য অনুযায়ী, সিরিয়াতে তারা নিজেদের পুনরায় সংগঠিত করছে।”

গত সেপ্টেম্বরে সিরিয়ার বিদ্রোহীগোষ্ঠী নিয়ন্ত্রিত উত্তরপশ্চিমাঞ্চলীয় শহর ইদলিবে হামলা পরিচালনা করেছিল পেন্টাগন। ওই হামলায় নিহত হয়েছেন এই গোষ্ঠীর অপর জ্যেষ্ঠ নেতা সালিম আবু আহমেদ।

   

About

Popular Links

x