ইসলামিক স্টেট গ্রুপের জঙ্গিরা এর আগে দুই গ্রামবাসীকে অপহরণ মুক্তিপণের দাবি করেছিল
ফাইল ছবি: রয়টার্স
ট্রিবিউন ডেস্ক
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২১, ১২:৪৩ পিএমআপডেট : ২৭ অক্টোবর ২০২১, ১২:৪৪ পিএম
ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশের একটি গ্রামে ইসলামিক স্টেট (আইএস) হামলায় এক নারীসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া এ ঘটনায় ছয়জন আহত হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) ইরাকের জয়েন্ট অপারেশনস কমান্ডের এক বিবৃতির বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মুকদাদিয়া শহরের কাছে আল-হাওয়াশা গ্রামে “নিরস্ত্র বেসামরিকদের” ওপর হামলাটি চালানো হয়েছে।
মঙ্গলবার ভোরে নিরাপত্তা ও মেডিকেল কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, ওই গ্রামে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন। ইসলামিক স্টেট গ্রুপের জঙ্গিরা এরআগে দুই গ্রামবাসীকে অপহরণ করেছিল এবং তারপর মুক্তিপণের দাবি করেছিল। কিন্তু সেটি না দেওয়ায় তারা গ্রামে হত্যাকাণ্ড ঘটিয়েছে। হামলায় মেশিনগান ব্যবহার করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা কয়েকটি গাড়িতে করে গ্রামটিতে এসেছিল, হামলায় তারা স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করেছে।
উল্লেখ্য, ইরাকে ২০১৭ সালে জঙ্গিগোষ্ঠী আইএস পরাজিত হলেও তাদের অবশিষ্ট সদস্যরা দেশটির বিভিন্ন অংশে গেরিলা কায়দায় হামলা অব্যাহত রেখেছে।
ইরাকে আইএসের হামলায় নিহত ১১
ইসলামিক স্টেট গ্রুপের জঙ্গিরা এর আগে দুই গ্রামবাসীকে অপহরণ মুক্তিপণের দাবি করেছিল
ইরাকের পূর্বাঞ্চলীয় দিয়ালা প্রদেশের একটি গ্রামে ইসলামিক স্টেট (আইএস) হামলায় এক নারীসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছে বলে জানা গেছে। এছাড়া এ ঘটনায় ছয়জন আহত হয়েছে।
মঙ্গলবার (২৬ অক্টোবর) ইরাকের জয়েন্ট অপারেশনস কমান্ডের এক বিবৃতির বরাত দিয়ে বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মুকদাদিয়া শহরের কাছে আল-হাওয়াশা গ্রামে “নিরস্ত্র বেসামরিকদের” ওপর হামলাটি চালানো হয়েছে।
মঙ্গলবার ভোরে নিরাপত্তা ও মেডিকেল কর্মকর্তারা বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, ওই গ্রামে অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় ১১ জন নিহত ও আরও ১৫ জন আহত হয়েছেন। ইসলামিক স্টেট গ্রুপের জঙ্গিরা এরআগে দুই গ্রামবাসীকে অপহরণ করেছিল এবং তারপর মুক্তিপণের দাবি করেছিল। কিন্তু সেটি না দেওয়ায় তারা গ্রামে হত্যাকাণ্ড ঘটিয়েছে। হামলায় মেশিনগান ব্যবহার করা হয়েছিল।
পুলিশ জানিয়েছে, বন্দুকধারীরা কয়েকটি গাড়িতে করে গ্রামটিতে এসেছিল, হামলায় তারা স্বয়ংক্রিয় রাইফেল ব্যবহার করেছে।
উল্লেখ্য, ইরাকে ২০১৭ সালে জঙ্গিগোষ্ঠী আইএস পরাজিত হলেও তাদের অবশিষ্ট সদস্যরা দেশটির বিভিন্ন অংশে গেরিলা কায়দায় হামলা অব্যাহত রেখেছে।