Sunday, March 16, 2025

সেকশন

English
Dhaka Tribune

মোবাইলের পাসওয়ার্ড না দেওয়ায় স্বামীকে পোড়ালেন স্ত্রী

এদিকে হাসপাতালে নেওয়া হলে দেখা যায় গুরুতর ভাবে পুড়ে গেছে দেদির শরীরের উপরিভাগ। দুদিন সেখানে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তার।

আপডেট : ১৯ জানুয়ারি ২০১৯, ০৫:২৯ পিএম

মোবাইল ফোনের পাসওয়ার্ড না দেওয়ায় স্বামীর গায়ে আগুন দিয়েছেন তার স্ত্রী! এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। ঘটনাটি ঘটেছে ইন্দোনেশিয়ার ওয়েস্ট নুসা তেঙ্গারা প্রদেশের।

পুলিশের বরাত দিয়ে সংবাদমাধ্যম ডেইলি মেইলের খবরে বলা হয়, দেদি পুর্নামা নামের ২৬ বছর বয়সী ওই ব্যক্তির সঙ্গে মনোমালিন্য চলছিল তার স্ত্রী ইলহাম কাহইয়ানির (২৫)। গত শনিবার দেদি বাড়ির ছাদের টাইলস মেরামত করছিলেন। সেসময় তার মোবাইলের পাসওয়ার্ড জানতে চান ইলহাম। ব্যস্ত থাকায় দেদি পাসওয়ার্ড না বলতে পারলে ঝগড়া শুরু করেন স্ত্রী। এক পর্যায়ে স্বামীর গায়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন ইলহাম!

তবে ইলহাম পুলিশের কাছে দাবি করেছেন, ঝগড়ার সময় দেদি ছাদ থেকে নীচে এসে তার গায়ে হাত তুলেছিলেন। তখনই মাথা ঠিক রাখতে না পেরে এই কাজ করেন তিনি। 

এদিকে হাসপাতালে নেওয়া হলে দেখা যায় গুরুতর ভাবে পুড়ে গেছে দেদির শরীরের উপরিভাগ। দুদিন সেখানে চিকিৎসাধীন থাকার পর মৃত্যু হয় তার।

পুলিশ জানিয়েছে, ইলহামকে গ্রেপ্তার করে হেফাজতে নিয়েছে পুলিশ। চলছে তদন্ত।

   

About

Popular Links

x