Thursday, March 27, 2025

সেকশন

English
Dhaka Tribune

ভারতে হাসপাতালে আগুন, ১০ কোভিড রোগীর মৃত্যু

এ ঘটনায় আহত হয়েছে আরও কয়েকজন

আপডেট : ০৬ নভেম্বর ২০২১, ০৮:০১ পিএম

ভারতের মহারাষ্ট্রের আহমদনগরে একটি হাসপাতালে অগ্নিকাণ্ডে সেখানকার “ইনটেনসিভ কেয়ার ইউনিট” (আইসিইউ)-তে থাকা অন্তত ১০ কোভিড-১৯ আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও কয়েকজন।

শনিবার (৬ নভেম্বর) মুম্বাই থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে আহমদনগরের সিটি সিভিল হাসপাতালে ভোরে এই দুর্ঘটনা ঘটে।

হাসপাতাল সূত্র বলছে, অগ্নিকাণ্ডের ফলে সৃষ্ট প্রবল ধোঁয়ায় শ্বাসরোধ হয়ে আইসিইউ-তে থাকা রোগীদের মৃত্যু হয়েছে।

অগ্নিকাণ্ডের কারণ খুঁজে বের করতে এরইমধ্যে তদন্ত শুরু করেছে পুলিশ ও ফায়ার সার্ভিস। তবে, প্রাথমিকভাবে শর্ট সার্কিটের কারণেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করছে তারা।

এর আগে গত এপ্রিলে মহারাষ্ট্রের একটি কোভিড হাসপাতালে শর্ট সার্কিটের থেকে আগুন লেগে আইসিইউ-তে চিকিৎসাধীন ১৩ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছিল।

   

About

Popular Links

x