Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

সুদানে অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে কাঁদানে গ্যাস নিক্ষেপ

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ০৬:৪৮ পিএম

সুদানে সেনা অভ্যুত্থান বিরোধী বিক্ষোভে কাঁদানে গ্যাস নিক্ষেপ করেছে। গতমাসে সেনাবাহিনী কর্তৃক দেশটির ক্ষমতা দখলের প্রতিবাদে রবিবার (৭ নভেম্বের) থেকে দুই দিনের বিক্ষোভ সমাবেশের ডাক দেয় শিক্ষকদের একটি সংগঠন।

রাজধানী খার্তুমে শিক্ষা মন্ত্রণালয়ের বাইরে এক সমাবেশে বেশ কয়েকজন শিক্ষক "না, সামরিক শাসনকে না" লেখা ব্যানার নিয়ে বেসামরিক শাসনে প্রত্যাবর্তনের আহ্বান জানান।

তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। তবে বেশ কয়েকজন শিক্ষককে আটক করা হয়েছে বলে জানিয়েছে শিক্ষকদের সংগঠন।

২৫ অক্টোবরের অভ্যুত্থানের পর থেকে দেশব্যাপী বিক্ষোভ শুরু হয়। ৩০ অক্টোবর এক বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৪ জন নিহত এবং প্রায় ৩০০ জন আহত হন।

About

Popular Links