Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

নো ম্যানস ল্যান্ডে তীব্র শীতে কাঁপছে রোহিঙ্গারা, ফিরিয়ে নিচ্ছেনা ভারত

সকালে বিএসএফ তাদের খাবার সরবরাহ করেছে

আপডেট : ২০ জানুয়ারি ২০১৯, ০৪:২৯ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার কসবা কাজিয়াতলী সীমান্তের শূন্যরেখায় (নো ম্যানস ল্যান্ড) আটকে পড়া নারী শিশুসহ ৩১জন রোহিঙ্গার গত দুইদিন ধরে একই স্থানে অবস্থান করছেন। তীব্র শীতে খোলা আকাশেরর নিচে অবস্থান করায় তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন।

সংকটের সমাধানে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এবং বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর কর্মকর্তারা (বিজিবি)কয়েক দফা পতাকা বৈঠক করেছেন। খুব শীঘ্রই তারা আবারো বৈঠকে বসবেন বলে জানা গেছে।

কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের চেয়ারম্যান এসএম মান্নান জাহাঙ্গীর জানান, "শুক্রবার (১৮ জানুয়ারি)রাত থেকে বাংলাদেশ ভারত সীমান্তের ২০২৯/৩/এস পিলারের কাছে ৩১জন রোহিঙ্গা ভারত-বাংলাদেশ সীমান্তের নো ম্যানস ল্যান্ডে অবস্থান করছে অবস্থান। বিএসএফ তাদের বাংলাদেশে পুশব্যাক করার চেষ্টা চালায়"।

এর প্রেক্ষিতে সীমান্তে সর্তক অবস্থান নেয় বিজিবি। তারা টহল বৃদ্ধির পাশাপাশি কয়েক দফা পতাকা বৈঠক হলেও এখন সংকট সমাধানের কোন পথ বের হয়নি।

এ প্রসঙ্গে ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে: কর্ণেল গোলাম কবীর বলেন, "সীমান্তের শূণ্যরেখায় অবস্থানকারীরা বাংলাদেশের নাগরিক নয়। তাই আমরা তাদের গ্রহণ করতে পারিনি"।

এদিকে রোহিঙ্গারা খোলা আকাশের নিচে অবস্থান নেয়ার কারনে অনেকেই শীতজনিত অসুস্থতায় ভুগছেন বলে জানা গেছে। সকালে বিএসএফ তাদের খাবার সরবরাহ করেছে।

   

About

Popular Links

x