Tuesday, March 25, 2025

সেকশন

English
Dhaka Tribune

হার্দিক পান্ডিয়া, মুনাফ প্যাটেল ও রাজীব শুক্লার বিরুদ্ধে ‘ধর্ষণ-নির্যাতনের’ অভিযোগ

দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী রিয়াজ ভাটির স্ত্রী মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় ধর্ষণ ও নির্যাতনের এ অভিযোগ করেছেন

আপডেট : ১৩ নভেম্বর ২০২১, ০৬:০১ পিএম

ভারতের শীর্ষ সন্ত্রাসী দাউদ ইব্রাহিমের ঘনিষ্ঠ সহযোগী রিয়াজ ভাটির স্ত্রীকে “ধর্ষণ ও নির্যাতনের” অভিযোগ উঠেছে ক্রিকেটার হার্দিক পান্ডিয়া, মুনাফ প্যাটেল, ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান রাজীব শুক্লা এবং  ব্যবসায়ী পৃথ্বীরাজ কোঠারির বিরুদ্ধে।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ সেপ্টেম্বর মুম্বাইয়ের সান্তাক্রুজ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন রিয়াজ ভাটির স্ত্রী। ওই অভিযোগে তার স্বামীর বিরুদ্ধেও ধর্ষণ এবং নির্যাতনের অভিযোগ তুলেছেন তিনি। আপাতত সেই অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ। 

মুম্বাই পুলিশ সূত্রে এএনআই বলেছে, ওই নারীর অভিযোগের পর থেকে তদন্ত চলছে। কিন্তু সেই অভিযোগের স্বপক্ষে এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি।

   

About

Popular Links

x