Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিভিন্ন বিষয়ে দক্ষ বিদেশিদের নাগরিকত্ব দেবে সৌদি সরকার

সৌদি আরবে বিদেশীদের জন্য সাধারণত নবায়নযোগ্য ভিসায় কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তবে এবরাই প্রথম বিদেশীদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি

আপডেট : ১৫ নভেম্বর ২০২১, ০৮:৩২ পিএম

বিভিন্ন বিষয়ে দক্ষতাসম্পন্ন বিদেশি নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব।

ভিশন ২০৩০-এর অংশ হিসেবে এ বছরেই আইন, চিকিৎসা, বিজ্ঞান সংক্রান্ত, সাংস্কৃতিক, ক্রীড়া ও প্রযুক্তির মতো বিশেষায়িত পেশায় উচ্চ দক্ষতাসম্পন্ন বিদেশিদের সৌদি আরবের নাগরিকত্ব দেওয়া হবে বলে সোমবার (১৫ নভেম্বর) এক প্রতিবেদনে রয়টার্স জানিয়েছে।

সৌদি আরবে বিদেশীদের জন্য সাধারণত নবায়নযোগ্য ভিসায় কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তবে এবরাই প্রথম বিদেশীদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দিয়েছে দেশটি।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ভিশন ২০৩০ হল কর্মসংস্থান সৃষ্টি এবং তেলের ওপর সৌদি অর্থনীতির নির্ভরতা কমাতে একটি সংস্কার পরিকল্পনা।

এর ফলে দেশটিতে আকর্ষণীয় ব্যবসায়িক পরিবেশ তৈরি হবে বলে ধারণা করা হচ্ছে।

   

About

Popular Links

x