Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

মালিতে হামলা, নিহতের সংখ্যা বেড়ে ১০

এর আগে ২০১৮ সালের শেষের দিকে জাতিসংঘ মিশনে চাদের ৫১ জন শান্তিরক্ষী নিহত হন।  

আপডেট : ২১ জানুয়ারি ২০১৯, ১২:১৭ পিএম

মালির দক্ষিণাঞ্চলে আল কায়েদার সঙ্গে সম্পৃক্ত জিহাদীদের হামলায় নিহত জাতিসংঘের শান্তিরক্ষীর সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আহতের সংখ্যা বেড়ে এখন ২৫ জন।

এক বিবৃতিতে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র জানান, স্থানীয় সময় রবিবার সকালে আগুয়েলহক শিবিরে শান্তিরক্ষীদের ওপর হামলা করা হয়। নিহতরা আফ্রিকার চাদ থেকে জাতিসংঘ মিশনে যোগ দিয়েছিলেন।

হামলার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন, "এই হামলার বিরুদ্ধে যুদ্ধাপরাধ গঠন করা যেতে পারে"।

এ নিয়ে মাসখানেকের মধ্যে চাদের শান্তিরক্ষীদের ওপর দু’বার হামলার ঘটনা ঘটলো।

মালিতে ২০১৩ সালে ১৫ হাজার শান্তিরক্ষী নিয়ে শক্তিশালী মিশন গঠন করে জাতিসংঘ। আল-কায়েদা এবং ইসলামিক স্টেট (আইএস) সংগঠনের সাথে সংযুক্ত বেশ কয়েকটি চরমপন্থী গোষ্ঠীর হুমকির মুখে রয়েছে মালিসহ পশ্চিম আফ্রিকার দেশগুলো।

চাদ থেকে আসা শান্তিরক্ষীরা আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় অনেক অবদান রাখছে, তবে মালিতে তারা বার বার হামলার শিকার হয়েছেন।

এর আগে ২০১৮ সালের শেষের দিকে জাতিসংঘ মিশনে চাদের ৫১ জন শান্তিরক্ষী নিহত হন।  


About

Popular Links