Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বে কোভিড আক্রান্ত ২৬ কোটি ২৭ লাখ ছাড়াল

একই সময়ে বিশ্বব্যাপী মোট মৃতের সংখ্যা ৫২ লাখ ১৪ হাজার ৮৬৩ জনে দাঁড়িয়েছে

আপডেট : ০১ ডিসেম্বর ২০২১, ০৩:২৭ পিএম

বিশ্বব্যাপী ব্যাপক হারে টিকাদান কর্মসূচি চলমান থাকলেও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ২৭ লাখ ছাড়িয়েছে। 

যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, বুধবার (১ ডিসেম্বর) সকালে বিশ্বে মোট সংক্রমণের সংখ্যা ২৬ কোটি ২৭ লাখ ৩৫ হাজার ১২৪ জনে পৌঁছেছে। একই সময়ে মোট মৃতের সংখ্যা ৫২ লাখ ১৪ হাজার ৮৬৩ জনে দাঁড়িয়েছে।

করোনাভাইরাসে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৮৫ লাখ ৫৪ হাজার ৮৯০ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ৮০ হাজার ১৪০ জন।

এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৪ হাজার ৬৮১ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২০ লাখ ৯৪ হাজার ৪৫৯ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।

বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারতে মোট তিন কোটি ৪৫ লাখ ৮৭ হাজার ৮২২ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৬৮ হাজার ৭৯০ জনে।

বাংলাদেশ পরিস্থিতি

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় এক জনের মৃত্যু হয়েছে। এই সময় শনাক্ত হয়েছে আরও ২৭৩ জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৮১ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৭৬ হাজার ২৮৪ জনে পৌঁছেছে।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৯ হাজার ৮০২ নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার ১.৩৮%। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪.৪৮%। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৮%।

   

About

Popular Links

x