Thursday, May 23, 2024

সেকশন

English
Dhaka Tribune

ভারতে ওমিক্রন: নতুন সাতজনসহ মোট ১২ জন শনাক্ত

ওমিক্রনকে ‘উদ্বেগজনক ধরন’ হিসেবে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়

আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ০৭:০৪ পিএম

ভারতের মহারাষ্ট্রে নতুন করে আরও সাতজনের দেহে করোনাভাইরাসের ব্যাপকভাবে পরিবর্তিত ধরন “ওমিক্রন” শনাক্ত করা হয়েছে। ফলে দেশটিতে এ নিয়ে মোট ১২ জনের দেহে এর সংক্রমণ পাওয়া গেল। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়, ভারতের নতুন দিল্লিতেও একজনের দেহে ওমিক্রন শনাক্ত হয়েছে।

বিজ্ঞানীরা করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনকে এখন পর্যন্ত “সবচেয়ে সংক্রামক” ধরন বলে মনে করছেন। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি, এটি ডেল্টা ধরনের তুলনায় “কম ক্ষতিকর”।

যদিও বেশ কয়েকটি ভারতীয় গণমাধ্যম বলছে, দেশটিতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনে ১৭ জন আক্রান্ত হয়েছেন এবং মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ জনে।

রবিবার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় জয়পুর শহরে ৯ জন, পুনেতে সাতজন এবং রাজধানী দিল্লিতে তানজানিয়া ফেরত দুই ডোজ টিকা নেওয়া ৩৭ বছর বয়সী  এক ব্যক্তির শরীরে এ ধরন শনাক্ত হয়েছে।

ভারতের স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, সোমবার ২৪ ঘণ্টায় ভারতে আট হাজার ৩০৬ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো তিন কোটি ৪৬ লাখ ৪১ হাজার ৫৬১ জনে। এছাড়া দেশটিতে এখন পর্যন্ত ৯৫০ মিলিয়ন প্রাপ্তবয়স্ক বা মোট জনসংখ্যার ৫০%-কে করোনাভাইরাসের দুই ডোজ টিকা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ওমিক্রনকে “উদ্বেগজনক ধরন” হিসেবে আখ্যায়িত করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা যা প্রথম দক্ষিণ আফ্রিকায় শনাক্ত হয়।

About

Popular Links