Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

টর্নেডোর আঘাতে যুক্তরাষ্ট্রে অন্তত ৫০ জন নিহত

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে

আপডেট : ১১ ডিসেম্বর ২০২১, ০৫:৪৯ পিএম

যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কয়েকটি রাজ্যের ওপর দিয়ে শক্তিশালী টর্নেডো বয়ে গেছে। যার আঘাতে কেন্টাকি রাজ্যে অন্তত ৫০ জনের প্রাণহানি ঘটেছে, তবে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। টর্নেডোর প্রভাবে অসংখ্য বাড়ি-ঘর ও স্থাপনা লন্ডভন্ড হয়েছে বলে জানিয়েছেন কেন্টাকির গভর্নর অ্যান্ডি বেসিয়ার।

শুক্রবার (১০ ডিসেম্বর) স্থানীয় সময় ভোরের দিকে টর্নেডো আঘাতে হানে বলে জানা গেছে।

বেসিয়ার বলেছেন, “আমরা দীর্ঘ সময়ের মধ্যে সবচেয়ে খারাপ কিছু টর্নেডোর ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছি। মৃত্যুর সংখ্যা সম্ভবত ৫০ ছাড়িয়ে যাবে। এই সংখ্যা ১০০ হতে পারে। হতাহতের এই খবর সত্যিই হৃদয়বিদারক।”

কেন্টাকির পশ্চিমাঞ্চলীয় মেফিল্ডে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটেছে বলে উল্লেখ করেছে নিউইয়র্ক টাইমস। রাজ্যটির গভর্নর বলেন, “মেফিল্ড কমিউনিটি একেবারে ধ্বংস হয়ে গেছে। সেখানে একটি মোমবাতি কারখানার ছাদ ধসে পড়েছে। এতে অন্তত ১১০ জন ভেতরে আটকা পড়েছেন।”

টর্নেডোর আঘাতে কেন্টাকিতে ৫৬ হাজারের বেশি মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছেন। রাজ্যে টর্নেডোর আঘাতের পর জরুরি অবস্থা জারি করা হয়েছে বলে জানিয়েছেন বেসিয়ার। তিনি বলেন, “কেন্টাকির ইতিহাসে এটি অন্যতম এক কঠিন রাত।”

About

Popular Links