Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

হাইতিতে ট্যাংকার বিস্ফোরণে নিহত ৫০

 দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতালগুলোয় আহত মানুষে ভরে যায়

আপডেট : ১৫ ডিসেম্বর ২০২১, ০৩:৪৫ পিএম

হাইতিতে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন স্থানীয় চিকিৎসকরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে দেশটির উত্তরে ক্যাপ-হাইতিয়ান শহরে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। 

ওই প্রতিবেদনে বলা হয়েছে, হাইতির সরকারি কর্মকর্তারা আশঙ্কা করছেন, বিস্ফোরণে নিহতের সংখ্যা ৫০ ছাড়িয়ে যেতে পারে। দুর্ঘটনার পর স্থানীয় হাসপাতালগুলোতে আহত মানুষে ভরে গেছে।

স্থানীয়রা বলেছেন, বিস্ফোরণের পর পার্শ্ববর্তী জাস্টিনিয়েন ইউনিভার্সিটি হাসপাতাল আগুনে পুড়ে যাওয়া রোগীতে ভরে গেছে। ওই হাসপাতালে আহত লোকজনকে স্থানান্তর করা হচ্ছে। হাসপাতালের একজন নার্স বলেছেন, গুরুতর দগ্ধ হয়ে যাওয়া মানুষের চিকিৎসা দেওয়ার ক্ষমতা আমাদের নেই। আমি ভয় পাচ্ছি, আমরা তাদের সবাইকে বাঁচাতে পারবো না।

ক্যাপ-হাইতিয়ানের ডেপুটি মেয়র প্যাট্রিক আলমোনোর বলেন, ‌“আমি ঘটনাস্থলে ৫০ থেকে ৫৪ জনকে জীবন্ত পুড়ে মারা যেতে দেখেছি। তাদের শনাক্ত করা অসম্ভব। বিস্ফোরণে ওই এলাকার প্রায় ২০টি বাড়ি পুড়ে গেছে। তবে এসব বাড়িতে কতসংখ্যক মানুষ হতাহত হয়েছেন সে বিষয়ে আমরা এখনও বিস্তারিত জানতে পারিনি।”

এই ঘটনায় দেশটিতে তিন দিনের শোক ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী এরিয়েল হেনরি। তিনি বলেন, “দুর্ঘটনার পর পুরো ক্যারিবিয়ান জাতি শোকাহত।”

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ছবিতে দুর্ঘটনাস্থলে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীদের অনেকে দুর্ঘটনাস্থলকে “নরক” বলছেন।

About

Popular Links