Friday, March 28, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিয়েবাড়ি যখন পুড়ছিল, তারা দুজন তখনও খাচ্ছিলেন!

ভিডিওতে দেখা যায়, এক অতিথি বেয়ারাকে আরও পরোটা দেওয়ার জন্য হুকুম দিচ্ছিলেন

আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১১:৩৬ এএম

বিয়ের অনুষ্ঠান অনেকের কাছে কেবলই পেটপুরে মজাদার খাবার খাওয়ার উপলক্ষ। এমন অতিথিরা আগে জানতে চান, খাবার কখন পরিবেশন করা হবে। ইচ্ছেমতো খেয়েদেয়ে তারপরে তারা অন্য অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন। আবার, অনেক ভোজনরসিক তো এটাও জানেন না কার বিয়ের দাওয়াতে এসেছেন! খাবার খেয়েই তাই দ্রুত বিয়েবাড়ি ত্যাগ করেন।

তবে এতো অতিথির ভিড়ে এবার ভারতে মিললো আরেক ধরনের অতিথি। যারা বিয়েবাড়ি আগুনে পুড়ে গেলেও টেবিলে বসে মাংস আনার হুকুম দেওয়ার মতো কাণ্ড ঘটিয়েছেন। মুম্বাইয়ের এক বিয়ের অনুষ্ঠানে সম্প্রতি এমন কাণ্ড ঘটে বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেনডেন্ট।

অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনই একটি ভিডিও ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা গেছে, আগুনে জ্বলছে বিয়ের আসর। তারপরও আয়েশ করে টেবিলে বসে খাবার খাচ্ছেন দুই অতিথি।

এতে আরও দেখা যায়, খাওয়ার মাঝে তাদেরই একজন মাথা ঘুরিয়ে আগুনের দিকে তাকিয়ে খাওয়া বন্ধ করা উচিত কি-না একবার ভাবেন। এরপরই পুনরায় খাওয়াতে মনোনিবেশ করেন তিনি।

অন্যদিকে, আরেক অতিথি বেয়ারাকে আরও পরোটা দেওয়ার জন্য হুকুম দিচ্ছিলেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ২৯ নভেম্বর পোস্ট করার পর থেকে ভিডিওটি ইতোমধ্যে কয়েক লাখ মানুষ দেখে ফেলেছেন।

অনেকে বিষয়টি নিয়ে মজা করলেও বেশিভাগ মানুষই আগুন দেখেও নির্বিকার থাকা অতিথিদের কাণ্ডে বিস্মিত হয়েছেন।

জানা গেছে, ভিওয়ান্ডি এলাকার একটি বিয়ের অনুষ্ঠানে হঠাৎ করে আগুন লাগার এ ঘটনা ঘটেছে।

আগুনে দুটি ছয় চাকার গাড়ি এবং একটি স্টোর রুম সম্পূর্ণ পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি, তবে কর্তৃপক্ষ সন্দেহ করছে আতশবাজি থেকেই আগুনের সূত্রপাত।

   

About

Popular Links

x