যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া স্টেট বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের কাছাকাছি একটি হোটেল বারে জর্ডান উইটমার (২১) নামে এক যুবকের এলোপাতাড়ি গুলিতে দু’জন নিহত এবং এক নারী আহত হয়েছেন।
পরে একটি বাড়িতে ঢুকে জর্জ ম্যাককরমিক (৮৩) নামে আরও একজনকে গুলি করে হত্যা করে। তিনজনকে হত্যার পর ওই যুবক নিজেও আত্মহত্যা করে। খবর এপি'র।
বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) স্থানীয় সময় রাত ১০টার দিকে স্টেট ক্যাম্পাস থেকে ২ কিলোমিটার দূরে অবস্থিত পি.জে. হ্যারিগান বার অ্যান্ড গ্রিলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মিলারবার্গ ওহিওর বসবাসরত ডিন বিচি (৬২) ও তার ছেলে স্টিভেন বিচি (১৯) এবং জর্জ ম্যাককরমিক (৮৩)।
স্টেট কলেজের পুলিশ প্রধান জন গার্ডনার শুক্রবার বিকালে জানান, ঠিক কী কারণে ওই যুবক তিনজনকে হত্যার পর নিজে আত্মহত্যা করলো তার কারণ এখনও জানা যায়নি।
তারা এখনও বন্দুকধারী ওই যুবক সম্পর্কে তথ্য সংগ্রহ করছেন বলে জানান ওই পুলিশ প্রধান।
গুলিবর্ষণের পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে। তবে তার আগেই দুজন প্রাণ হারান। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আরেকজন।