পেরুর একটি হোটেলে বিয়ের অনুষ্ঠান চলাকালে দেয়াল ধসে অন্তত ১৫ জন নিহত হয়েছেন।
রবিবার (২৭ জানুয়ারি) দক্ষিণ পেরুর আবানকাইয়ের আলহামব্রা হোটেলে এ দুর্ঘটনাটি ঘটে বলে এবিসি নিউজ জানিয়েছে।
দেশটির ন্যাশনাল সিভিল ডিফেন্স প্রধান জর্জ শ্যাভেজ বলেন, হোটেলটির দেয়াল ধসে পড়ার আগে সেখানে অনুষ্ঠানে আগত অতিথিরা নাচগানে ব্যস্ত ছিলেন।
তিনি আরপিপি রেডিওকে বলেন, এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন এবং তাদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
স্থানীয় বেসামরিক প্রতিরক্ষা প্রধান রুসবি জেলা জানান, শহরটিতে পাঁচ দিন ধরে ভারী বৃষ্টিপাত হয়েছে। আর এ কারণেই দেয়াল ধসে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে।