Tuesday, May 28, 2024

সেকশন

English
Dhaka Tribune

পুলিশ: লন্ডনে প্রতি ছয় মিনিটে একটি মোবাইল চুরি

২০২২ সালে ৯০,৮৬৪টি ফোন চুরির ঘটনা ঘটেছে

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ১০:৫৩ পিএম

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে প্রতি ছয় মিনিটে একটি মোবাইল চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

লন্ডন মেট্রোপলিটন পুলিশ জানায়, ২০২২ সালে ৯০,৮৬৪টি ফোন চুরির ঘটনা ঘটেছে। অর্থাৎ দিনে প্রায় ২৫০টি করে ফোন চুরি হয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

লন্ডনের মেয়র ও স্থানীয় পুলিশের শীর্ষ কর্মকর্তা চুরি ঠেকাতে কার্যকরী উপায় উদ্ভাবনে মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন।

এক খোলা চিঠিতে লন্ডনের মেয়র সাদিক খান ও মেট্রোপলিটন পুলিশ প্রধান মার্ক রাউলি বলেন, “এই অপরাধ কমানোর জন্য সফটওয়্যার নির্মাতাদের একটি সমাধান বের করতে হবে।”

এক পরিসংখ্যানে দেখা যায়, ২০২২ সালের ঘটে যাওয়া চুরি-ডাকাতির মতো অপরাধের একটি উল্লেখযোগ্য অংশ ছিল মোবাইল ফোন খোয়া যাওয়ার ঘটনা।

এরমধ্যে চুরির ৭০% ঘটনাই মোবাইল ফোন সম্পর্কিত। এরমধ্যে সবচেয়ে বেশি ফোন চুরি হয়েছে য়েস্টমিনস্টার, ক্যামডেন ও হ্যাকনি এলাকায়।

পুলিশ বলছে, এসব চুরির বেশিরভাগ অপরাধী ও ভুক্তভোগীর বয়স ১৪-২০ বছরের মধ্যে।

সাদিক খান বলেন, “জীবনযাত্রার ব্যয় অনেক বেড়ে যাওয়ায় সহিংসতা ও চুরি-ডাকাতির ঝুঁকিও বেড়ে গেছে।”

তিনি বলেন, “অপরাধীরা খুব সহজেই চুরি করা ফোন বিক্রি করে দিতে পারে। এ কাজটা তাদের জন্য বেশ লাভজনক।”

যুক্তরাজ্যের মোবাইলফোন নেটওয়ার্কের প্রতিনিধি সংস্থা মোবাইল ইউকে বলেছে, চুরির বিরুদ্ধে “লড়াই” করার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে।

About

Popular Links