Sunday, May 26, 2024

সেকশন

English
Dhaka Tribune

পাকিস্তানে যাত্রীবাহী বাসে আগুন, ১৮ জনের মৃত্যু

পাঁচ মিনিটের মধ্যে বাসটি আগুনে পুড়ে যায় 

আপডেট : ০৫ নভেম্বর ২০২৩, ০১:০১ পিএম

পাকিস্তানের পূর্বাঞ্চলে ডিজেল বহনকারী ট্রাকের সঙ্গে সংঘর্ষে যাত্রীবাহী বাসে আগুন লেগে ১৮ জনের মৃত্যু হয়েছে।

রবিবার (২০ আগস্ট) স্থানীয় সময় ভোরের দিকে পূর্ব পাঞ্জাব প্রদেশের ফয়সালাবাদ হাইওয়ের পিন্দি ভাট্টিয়ান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা ফাহাদ আহমেদ এএফপিকে বলেন, পাঁচ মিনিটের মধ্যে বাসটি আগুনে পুড়ে যায়। এতে দগ্ধ হয়ে ঘটনাস্থলেই ১৮ জনের মৃত্যু ও ১৬ জন গুরুতর দগ্ধ হন। এর মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

তার ধারণা, বাসটির চালক হয়তো ঘুমিয়ে পড়েছিলেন।

ডিজেল বহনকারী ট্রাকটির চালক বা এটির মালিকের পরিচয় জানা যায়নি।

দুর্বল নিরাপত্তা ব্যবস্থা ও নজরদারিহীন মহাসড়কের কারণে চালকরা প্রায়ই বেপরোয়াভাবে পরিবহন চালান। ফলে পাকিস্তানে দুর্ঘটনার ঘটনা হরহামেশাই ঘটে থাকে।

এছাড়া যাত্রীবাহী বাসগুলোও ধারণক্ষমতার অনেক বেশি যাত্রী পরিবহন করে। তারা সিট বেল্ট পরা থাকেন না। ফলে যেকোনো দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেশি হয়।

এ বছরের জানুয়ারিতে পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমে সেতু থেকে নদীতে পড়ে একটি বাসের ৪০ জন যাত্রীর মৃত্যু হয়।

About

Popular Links