Sunday, July 13, 2025

সেকশন

English
Dhaka Tribune

থাকসিন সিনাওয়াত্রাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর

১৫ বছর স্বেচ্ছা নির্বাসন থাকার পর মঙ্গলবার দেশে ফিরেই গ্রেপ্তার হন তিনি

আপডেট : ২৩ আগস্ট ২০২৩, ০৭:০৪ পিএম

থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রাকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বুধবার (২৩ আগস্ট) রাতে অসুস্থবোধ করায় করায় তাকে কারাগার থেকে হাসপাতালে নেওয়া হয়।

এর আগে, ১৫ বছর স্বেচ্ছা নির্বাসন থাকার পর মঙ্গলবার দেশে ফিরেই গ্রেপ্তার হন তিনি।

কারা কর্তৃপক্ষ জানিয়েছে, ৭৪ বছর বয়সী থাকসিন সিনাওয়াত্রাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার রক্তচাপ এবং হৃদ্‌রোগ সংক্রান্ত জটিলতা বিবেচনায় নিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, থাকসিনের হার্ট, ফুসফুস, মেরুদণ্ড এবং রক্তের সমস্যা ছিল।

হাসপাতালের মহাপরিচালক আয়ুথ সিনটোপ্যান্ট বলেন, কারাগারে প্রথম রাতেই বুকে চাপ অনুভব করার পর উচ্চ রক্তচাপ শনাক্ত হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ সময় তার সঙ্গে আটজন কারারক্ষী ছিলেন।

রয়টার্স জানিয়েছে, ঘুমাতে না পারায় থাকসিনের রক্তচাপ বেড়ে গিয়েছিল।

১৫ বছর স্বেচ্ছা নির্বাসনে থাকার পর দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। একইদিনে পার্লামেন্টে ভোটে তার দলের স্রেথা থাভিসিন দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হন।

এরমধ্য দিয়ে দেশটিতে তিন মাস ধরে চলমান অনিশ্চয়তা ও রাজনৈতিক অচলাবস্থার অবসান হতে পারে বলে মনে করছেন অনেকেই।

এ বছরের মে মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচনে দ্বিতীয় অবস্থানে ছিল স্রেথা থাভিসিনের রাজনৈতিক দল ফেউ থাই পার্টি। এরপরই প্রধানমন্ত্রী নির্বাচনে পার্লামেন্টে ভোট হয়। অনেকের ধারণা ছিল, নির্বাচনে প্রথম হওয়া প্রগ্রেসিভ মুভ ফরোয়ার্ড পার্টি থেকেই প্রধানমন্ত্রী হতে পারেন। তবে শেষমেশ ভোটে জিতে দেশটির ৩০তম প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন স্রেথা থাভিসিন।

   
Banner

About

Popular Links

x