পাকিস্তানের করাচি শহরের একটি সড়কে একটি সিংহকে হেঁটে বেড়াতে দেখা গেছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম। এ ঘটনায় হতভম্ব ও ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন বাসিন্দারা।
মঙ্গলবার (২৯ আগস্ট) স্থানীয় সময় বিকেলের করাচির শারিয়া ফয়সাল সড়কে ওই সিংহের দেখা মেলে।
ভাইরাল ভিডিওতে দেখা যায়, সিংহটি একটি ব্যস্ত রাস্তায় হাঁটছে।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ।
প্রতিবেদনে বলা হয়, পরিবহনের সময় সিংহটি একটি গাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। একপর্যায়ে ঘটনাস্থলে পুলিশ আসে। তারা লোকজনকে সিংহটি থেকে দূরত্ব বজায় রাখতে বলে। পরে কর্তৃপক্ষ সিংহটিকে খাঁচার ভেতরে ঢোকাতে সক্ষম হয়।
এতে বলা হয়, সিংহটি পরিবহনের সময় ট্রাফিক সিগনালে ব্যক্তিগত গাড়ি দাঁড়ায়। সে সময় ব্যস্ত বন্দর শহরের প্রধান সড়কে পালিয়ে যায় সিংহটি। প্রায় দুই ঘণ্টা পর তাকে উদ্ধার করা হয়। এ সময় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়।
সিংহটি উদ্ধারের পর বন্যপ্রাণী পরিদর্শক মুখতিয়ার সুমরো বলেন, “আল্লাহর রহমতে এটি নিরাপদে আমাদের সাথে রয়েছে। এখন সবাই বিপদমুক্ত।
আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তারা জানান, পরিবহনের সময় যে গাড়ি থেকে সিংহটি পালিয়ে গিয়েছিল, তার চালককে তাঁরা আটক করেছেন।
পালিয়ে যাওয়া সিংহটি কিছুক্ষণ রাস্তায় ঘোরাঘুরি করার পর পাশের একটি ভবনের বেসমেন্টে ঢুকে পড়ে।
একজন প্রত্যক্ষদর্শী বলেন, “ঘটনাটি দেখতে ঘটনাস্থলে মিডিয়ার যানবাহন পৌঁছায়। পালিয়ে যাওয়া সিংহটি দেখার জন্য ভিড় হওয়ার জন্য এলাকাটিতে বিশাল যানজটের সৃষ্টি হয়।”
বন্যপ্রাণী বিভাগ জানিয়েছে, আবাসিক এলাকায় সিংহ পালন নিষিদ্ধ হওয়ায় সিংহটিকে হেফাজতে নেওয়া হয়েছে।