‘যত মেয়েকে সামনে পাওয়া যায়’ গুলি করে মারার পরিকল্পনার অভিযোগে ২৭ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের পুলিশ। জানা যায়, নিজের ২৭ বছর বয়সেও প্রেমিকা জোটেনি ক্রিস্টোফার ওয়েইন ক্লেয়ারির কপালে। সেই ক্ষোভ থেকেই তিনি চেয়েছিলেন মেয়েদের ওপর নির্বিচারে গুলি চালাতে!
মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে, নিজের ফেসবুকে ক্রিস্টোফার লেখেন, “মরতে প্রস্তুত থাকা পুরুষের চেয়ে ভয়ঙ্কর কিছুই নেই।” তিনি আরও বলেন, “হাজার হাজার নয়, আমি শুধু একজন প্রেমিকা চেয়েছিলাম। কাড়ি কাড়ি অর্থেরও দরকার নেই আমার।”
আক্ষেপ করে ওই যুবক আরও বলেন, “আমি শুধু ভালোবাসা পেতে চেয়েছিলাম, কিন্তু ২৭ বছর বয়সে এসেও কেউ আমার দিকে ভ্রুক্ষেপ করে না। তাই শিগগিরই আমি জনাকীর্ণ কোনও একটা জায়গায় যত মেয়েকে দেখব, গুলি চালিয়ে তাদের সবাইকে হত্যা করব।”
তবে এমন পোস্ট দেওয়ার পর তাকে ধরতে বেশি দেরি করেনি যুক্তরাষ্ট্রের পুলিশ। কড়া নজরদারি চালিয়ে পরদিনই তাকে আটক করা হয়।
নারীদের প্রতি এমন বিদ্বেষ এবং হুমকির কারণে গত ২০ জানুয়ারি তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এমন বক্তব্যের কারণ হিসেবে পুলিশের কাছে বিষণ্ণতার কথা জানিয়েছে ক্রিস্টোফার।