Saturday, May 18, 2024

সেকশন

English
Dhaka Tribune

ব্যাংককে বিপণীবিতানে গুলিতে নিহত তিন, ১৪ বছরের কিশোর গ্রেপ্তার

থাইল্যান্ডে ১০.৩ মিলিয়নেরও বেশি বেসামরিক নাগরিকের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে

আপডেট : ০৩ অক্টোবর ২০২৩, ০৬:৩৩ পিএম

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিপণীবিতানে বন্দুকধারীর গুলিতে অন্তত তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন। এ ঘটনায় ১৪ বছরের এক কিশোরকে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ।

মঙ্গলবার (৩ অক্টোবর) থাইল্যান্ডের সেন্ট্রাল ইনভেস্টিগেশন ব্যুরো জানায়, স্থানীয় কর্তৃপক্ষ সন্দেহভাজন ব্যক্তিকে অস্ত্রসহ আটক করেছে। কতজন হতাহত তা তদন্ত করা হচ্ছে।

রাজধানী পাথুম ওয়ান পুলিশ প্রধান কর্নেল নোপ্পাদোল থিয়ামেখা বলেন, ব্যাংককের সিয়াম প্যারাগন নামে বিপণীবিতানে মঙ্গলবার স্থানীয় সময় বিকেল ৫টার দিকে ওই গুলির ঘটনা ঘটে।

দক্ষিণ-পূর্ব এশিয়ায় অন্যান্য দেশের তুলনায় থাইল্যান্ডে সবচেয়ে বেশি ব্যক্তি মালিকানাধীন বন্দুক রয়েছে।

থাইল্যান্ডে ১০.৩ মিলিয়নেরও বেশি বেসামরিক নাগরিকের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে।

২০১৭ সালে সুইজারল্যান্ড-ভিত্তিক ক্ষুদ্র অস্ত্র সমীক্ষায় (এসএএস) বলা হয়, প্রতি ১০০ জনের মধ্যে ১৫ জনের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে। যার প্রায় ৬.২ মিলিয়ন আগ্নেয়াস্ত্র আইনত নিবন্ধিত।

২০১৯ সালে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল বার্ডেন অব ডিজিজ ডাটাবেসের ইনস্টিটিউট ফর হেলথ মেট্রিক্স অ্যান্ড ইভালুয়েশন (আইএইচএমই) অনুসারে, দক্ষিণ-পূর্ব এশিয়ায় ফিলিপাইনের পরে দ্বিতীয় সর্বোচ্চ বন্দুক হত্যাকাণ্ডের শীর্ষে রয়েছে থাইল্যান্ড।

তবে দেশটিতে ব্যাপক গোলাগুলির ঘটনা বিরল। ২০২২ সালের অক্টোবরে, উত্তর-পূর্ব থাইল্যান্ডের একটি শিশু যত্ন কেন্দ্রে বন্দুক ও ছুরি হামলায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছিল।

নং বুয়া লামফু প্রদেশের ওই গণহত্যাকে দেশের সবচেয়ে মারাত্মক ঘটনা বলে মনে করা হয়।

About

Popular Links