Wednesday, May 22, 2024

সেকশন

English
Dhaka Tribune

ইসরায়েলে নিহতের সংখ্যা বেড়ে ৭০০, এক উৎসবেই ২৫০ জনের প্রাণহানি

ইসরায়েলের বিমান হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন

আপডেট : ১৪ নভেম্বর ২০২৩, ০৩:৪৪ পিএম

ফিলিস্তিনের গাজার সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলে নিহত মানুষের সংখ্যা ৭০০ ছাড়িয়েছে। এর মধ্যে একটি সংগীত উৎসবে অংশ নেওয়া আড়াই শতাধিক মানুষ রয়েছেন। অন্যদিকে গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় চার শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।

ইসরায়েলের সেনাবাহিনী ও উদ্ধারকর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

শনিবার (৭ অক্টোবর) গাজার সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠী হামাস ইসরায়েলের বিভিন্ন স্থানে হামলা শুরু করে।

উদ্ধারকর্মীরা জানিয়েছেন, তারা ইসরায়েলের সুপারনোভা সংগীত উৎসবস্থলে আড়াই শতাধিক মানুষের মরদেহ পেয়েছেন। শনিবার সকালে হামাস প্রথম যেমব স্থানে হামলা করে, তার মধ্যে এটি অন্যতম।

অনলাইনে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, মরুভূমিতে অনেকে যে যার মতো ছুটছেন। রকেট হামলার পর বন্দুক নিয়ে এই মিউজিক ফেস্টিভ্যালে হামলা চালায় হামাসের যোদ্ধারা।

এদিকে ইসরায়েলের পাল্টা হামলার পর থেকে আহত মানুষের চিকিৎসা দিতে গিয়ে রীতিমতো বিপর্যস্ত হয়ে পড়েছে গাজার হাসপাতালগুলো।

About

Popular Links