Thursday, March 20, 2025

সেকশন

English
Dhaka Tribune

বিহারে রেল দুর্ঘটনায় চারজনের মৃত্যু, আহত ১০০

গত জুনে ওড়িশায় ট্রেন দুর্ঘটনার ফলে ২৭০ জনের মৃত্যু হয়

আপডেট : ১২ অক্টোবর ২০২৩, ১২:৪৩ পিএম

ভারতের বিহার রাজ্যের বক্সারে নর্থ ইস্ট এক্সপ্রেস ট্রেনের ছয়টি কামরা লাইনচ্যুত হয়েছে। এ ঘটনায় চারজন মারা গেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত হয়েছেন অন্তত একশজন।

দিল্লি থেকে আসামের কামাখ্যায় যাওয়ার পথে বুধবার (১১ অক্টোবর) স্থানীয় সময় রাত ৯টা ৩৫ মিনিটে দুর্ঘটনার কবলে পড়ে ট্রেনটি।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব রাতে জানান, তারা দুর্ঘটনার কারণ খুঁজে বের করবেন। যাত্রীদের জন্য বিকল্প ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে।  উদ্ধারকাজ শেষ হয়েছে। সব কামরা খুঁজে দেখা হয়েছে।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী কুমার চৌবে জানিয়েছেন, কেন্দ্রীয় ও রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে কাজ করছেন। আহতদের পাটনায় এইমসে ভর্তি করা হয়েছে।

বিহারের উপ-মুখ্যমন্ত্রী তেজস্বী যাদব জানিয়েছেন, তিনি বক্সার ও ভোজপুরের জেলাশাসক, স্বাস্থ্য কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের বলেছেন, উদ্ধার ও ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়তে। আসাম সরকারও দুই জেলার কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রেখেছে।

গত জুন মাসে ওড়িশায় ট্রেন দুর্ঘটনার ফলে ২৭০ জনের মৃত্যু হয়। এবার বক্সারে দুর্ঘটনা ঘটল।

   

About

Popular Links

x