Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

প্যারিসে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১০

আগুনে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন ফায়ার সার্ভিস কর্মীও রয়েছেন।

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ০১:৩২ পিএম

ফ্রান্সের রাজধানী প্যারিসের একটি ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে দশজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। 

স্থানীয় সময় সোমবার রাতে প্যারিসের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ষোড়শ প্রশাসনিক বিভাগে অবস্থিত একটি ভবনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

বার্তা সংস্থা এএফপি জানায়, আগুনে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে ছয়জন ফায়ার সার্ভিস কর্মীও রয়েছেন। আহত একজনের অবস্থা গুরুতর। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। 

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, গতকাল রাতে ওই ভবনের অষ্টম ও নবম ফ্লোরে আগুন লাগে। এ সময় ওই ভবনের বাসিন্দাদের অনেকেই আগুন আর ধোঁয়া থেকে বাঁচতে পাশের ভবনগুলোর ছাদে আশ্রয় নেন।

এদিকে আগুন নেভাতে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের প্রায় ২০০ কর্মী রয়েছেন। এখন পর্যন্ত ৩০ জনকে ভবনের ছাদ থেকে নামিয়ে আনা হয়েছে।

তবে কীভাবে আগুনের সূত্রপাত তা এখনো জানা যায়নি। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। 

   

About

Popular Links

x