Saturday, May 25, 2024

সেকশন

English
Dhaka Tribune

মোবাইলের পর এবার স্মার্ট জুতা আনলো শাওমি

ওয়াশিং মেশিনেও পরিষ্কার করা যাবে এই জুতাগুলি

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০১৯, ০৭:৪১ পিএম

ইলেকট্রনিক ডিভাইস আর গ্যাজেটের পর এবার স্মার্ট জুতা নিয়ে এসেছে চিনা ইলেকট্রনিক গ্যাজেট প্রস্তুতকারী সংস্থা শাওমি।

এই জুতায় থাকছে এমন সব প্রযুক্তি যা দিয়ে কতটা পথ হাঁটা হয়েছে, কতটা পরিশ্রম হয়েছে এমন সব তথ্যও রেকর্ড হবে। পুরুষদের জন্য শাওমির স্পোর্টস শুয়ের দ্বিতীয় সংস্করণের এসব জুতায় রয়েছে আগের থেকেও উন্নত সেন্সর। ফলে আরও নিখুঁত তথ্য দেবে এই জুতা। শুধু তাই নয়, এই জুতার সঙ্গে শাওমির ‘মি ফিট’ অ্যাপের লিংক করিয়ে জানা যাবে ব্যবহারকারীর স্বাস্থ্য সম্পর্কিত যাবতীয় তথ্য।

এখনকার মতো এই জুতা পাওয়া যাবে শাওমির ভারতীয় ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্মে। পরবর্তীতে অনলাইনে ও খুচরা বাজারেও নিয়ে আসা হবে এই জুতাকে। আপাতত এই জুতোর দাম ঠিক করা হয়েছে ৩৫ ডলার যা বাংলাদেশি টাকায় প্রায় তিন হাজার। এই জুতাগুলি ধাক্কা, হোঁচট ও পা পিছলে যাওয়ার ঝুঁকি কমাবে বলে দাবি করছে শাওমি কর্তৃপক্ষ।

কালো, ধূসর ও নীল- এই তিন রঙে জুতাগুলি পাওয়া যাবে। এই জুতাগুলি ধুয়ে ফেলাও বেশ সহজ। এমনকি ওয়াশিং মেশিনেও পরিষ্কার করা যাবে এই জুতাগুলি। 

About

Popular Links