Thursday, May 30, 2024

সেকশন

English
Dhaka Tribune

স্বীকারোক্তি নিতে 'মোবাইল চোরকে' সাপের ভয় দেখালো পুলিশ (ভিডিও)

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তির মুখ ও প্যান্টের মধ্যে সাপটি ঢুকিয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে।

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০১৯, ০৫:২৩ পিএম

মোবাইল চুরির অভিযোগে আটক এক ব্যক্তির কাছ থেকে স্বীকারোক্তি নিতে সাপের ভয় দেখিয়েছে ইন্দোনেশিয়ার পুলিশ। দেশটির পূর্ব পাপুয়া অঞ্চলে এ ঘটনা ঘটে। 

সংবাদমাধ্যম বিবিসির খবরে বলা হয়, ওই ব্যক্তিকে মোবাইল চুরির অভিযোগে আটক করা হয়। পরে স্বীকারোক্তি নিতে গিয়ে ওই ব্যক্তিকে সাপের ভয় দেখানো হয়। এ সময় তিনি চিৎকার শুরু করেন। তাকে দেখে পুলিশ সদস্যদের হাসাহাসি করতে দেখা যায় সামাজিক যোগাযোগে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে।  

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়, ওই ব্যক্তির মুখ ও প্যান্টের মধ্যে সাপটি ঢুকিয়ে দেওয়ার ভয় দেখানো হচ্ছে। 

এমন ঘটনা জানাজানির পর ক্ষমা চেয়েছে স্থানীয় পুলিশ। তবে এটাও জানিয়েছে, সাপটি আদতে বিষধর ছিলো না। 

এ বিষয়ে পুলিশের এক কর্মকর্তা জানান, আটক ব্যক্তিকে পুলিশ শারীরিকভাবে নির্যাতন করেনি। শুধু স্বীকারোক্তি নেওয়ার জন্য সাপের ভয় দেখানো হয়েছে। তবে ওই পুলিশ সদস্যদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। 

ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলে মানবাধিকার লঙ্ঘন খুবই সাধারণ বলে জানিয়েছেন মানবাধিকার কর্মীরা। দেশটি থেকে আলাদা হতে অনেকদিন ধরেই স্বাধীনতার দাবি করে আসছে পাপুয়ার বাসিন্দারা।         


About

Popular Links