Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

থাইল্যান্ডে বন্যায় ছয়জনের মৃত্যু, ক্ষতিগ্রস্ত হাজারো পরিবার

গত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট এ বন্যায় এখনও একজন নিখোঁজ রয়েছেন

আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০৬:৫২ পিএম

থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলে বন্যায় অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে। এতে কয়েক হাজার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে।

বুধবার (২৭ ডিসেম্বর) কর্তৃপক্ষ এ কথা জানিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

আঞ্চলিক কর্মকর্তারা জানান, গত ২২ ডিসেম্বর থেকে শুরু হওয়া ব্যাপক বন্যায় থাইল্যান্ডের দক্ষিণাঞ্চলীয় সাতুন, সংখলা, পাত্তানি, ইয়ালা ও নারাথিওয়াত প্রদেশে ৭০ হাজারের বেশি ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ডেপুটি প্রাদেশিক গভর্নর প্রিচা নুয়ালনোই বলেন, নারাথিওয়াতে ৮৯ বছর বয়সী এক বৃদ্ধ মহিলা ও এক শিশুসহ ছয়জন নিহত হয়।

তিনি আরও বলেন, গত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট এ বন্যায় এখনও একজন নিখোঁজ রয়েছেন। এমন প্রাকৃতিক দুর্যোগে কিছু জায়গায় তিন মিটার উচ্চতার বন্যা দেখা দিয়েছে।

স্থানীয় গণমাধ্যমের ভিডিও ফুটেজে দেখা গেছে, বন্যার কারণে অনেক রাস্তা ডুবে গেছে এবং বাসিন্দারা বাড়ির ছাদে আশ্রয় নিচ্ছেন।

ত্রাণ দলগুলোকে বোতলজাত পানি ও খাদ্য সামগ্রী বিতরণ করতে এবং হতাহতদের উদ্ধারে বিভিন্ন ভবনে অনুসন্ধান অভিযান চালাতে দেখা যাচ্ছে। তারা রাত পর্যন্ত এসব কাজ করে যাচ্ছেন।

থাইল্যান্ডের দুর্যোগ মোকাবেলা ও প্রশমন বিভাগ জানায়, বুধবার সকালের দিকে বন্যার পানি কিছুটা হ্রাস পেতে দেখা যায়।

ডেপুটি গভর্নর প্রিচা বলেন, বন্যায় রেল লাইন ডুবে যাওয়ার কারণে কয়েকদিন ট্রেন চলাচল বন্ধ থাকার কয়েকদিন পর মালয়েশিয়া সীমান্তবর্তী নারাথিওয়াত প্রদেশের রেল পরিষেবা ফের চালু করা হয়েছে।

২০১১ সালে থাইল্যান্ডজুড়ে ব্যাপক বন্যায় শত শত মানুষ মারা যায় ও লক্ষাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

About

Popular Links