Monday, May 27, 2024

সেকশন

English
Dhaka Tribune

সৌদি আরবে নতুন স্বর্ণের খনির সন্ধান

সৌদি আরবের মক্কা অঞ্চলের একাধিক জায়গায় নতুন স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে

আপডেট : ২৯ ডিসেম্বর ২০২৩, ১০:২৬ পিএম

সৌদি আরবে নতুন স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি (মাদেন)। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলছে, সৌদি আরবের মক্কা অঞ্চলের একাধিক জায়গায় নতুন স্বর্ণের খনির সন্ধান পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি এ ঘোষণা দেয়।

প্রতিষ্ঠানটির বিবৃতিতে বলা হয়েছে, ২০২২ সালে তারা স্বর্ণের খনির সন্ধানে ১০০ কিলোমিটার উপত্যকা এলাকায় ব্যাপক অনুসন্ধান কার্যক্রম শুরু করে। এই অনুসন্ধানে প্রথমবারের মতো স্বর্ণের মজুত পাওয়া গেল।

নতুন খনিতে পাওয়া স্বর্ণের নমুনা বিশ্লেষণে উচ্চ মানসম্পন্ন স্বর্ণ থাকার ইঙ্গিত পাওয়া গেছে বলেও জানানো হয়েছে।

নতুন আবিষ্কৃত স্বর্ণের খনি কোম্পানিটির বিদ্যমান মানসুরা মাসারাহ দক্ষিণে অবস্থিত। ২০২৪ সালে এই এলাকা ঘিরে ব্যাপক খননকাজ চালানোর পরিকল্পনা নিয়েছে সৌদি অ্যারাবিয়ান মাইনিং কোম্পানি।

কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রবার্ট উইল্ট গত অক্টোবরে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছিলেন, তারা স্বর্ণ ও ফসফেট উৎপাদন দ্বিগুণ করার পরিকল্পনা নিয়েছেন।

About

Popular Links