Wednesday, March 26, 2025

সেকশন

English
Dhaka Tribune

ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত লামিচানে

নেপালের সেরা ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয় লামিচানেকে

আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৩, ০১:৩৮ পিএম

ধর্ষণ মামলায় অভিযুক্ত হয়েছিলেন নেপালের তারকা ক্রিকেটার সন্দীপ লামিচানে। শুক্রবার (২৯ ডিসেম্বর) আদালতের রায়ে দোষী সাব্যস্ত হয়েছেন তিনি।

লামিচানের আইনজীবী সরোজ ঘিমিরে এএফপিকে জানান, এই ক্রিকেটার শাস্তি হিসেবে কত দিন কারাভোগের নির্দেশ পাবেন, সেটি ঠিক করা হবে পরবর্তী শুনানিতে।

নেপালের সেরা ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয় লামিচানেকে। তবে এই ঘটনার পর আন্তর্জাতিক অঙ্গনে সেই ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

কাঠমান্ডুর একটি হোটেলে ১৭ বছর বয়সী কিশোরীকে ধর্ষণের অভিযোগে মামলা হলে গত বছরের ৭ সেপ্টেম্বর লামিচানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে কাঠমান্ডুর জেলা আদালত। এরপরই নেপালের ক্রিকেট সংস্থা তাকে সাময়িকভাবে নিষিদ্ধ করে। এ বছরের জানুয়ারিতে তাকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়। বোর্ড পরে নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়।

বোর্ড নিষেধাজ্ঞা উঠিয়ে নিলে বিশ্বকাপ বাছাইসহ গত সেপ্টেম্বর এশিয়া কাপে তার খেলার সুযোগ হয়।

অবশ্য শুরু থেকেই নিজের ওপর আনা অভিযোগ অস্বীকার করে আসছেন লামিচানে।

   

About

Popular Links

x