Monday, March 24, 2025

সেকশন

English
Dhaka Tribune

ব্রাজিলে ট্রাকের সঙ্গে পর্যটকবাহী বাসের সংঘর্ষে ২৫ জনের মৃত্যু

নিহতদের মরদেহ শনাক্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ১০:৫২ এএম

ব্রাজিলের উত্তর-পূর্ব বাহিয়া রাজ্যে একটি পর্যটকবাহী বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে অন্তত ২৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অনেকে। স্থানীয় সময় রবিবার (৭ জানুয়ারি) রাতে এ দুর্ঘটনা ঘটে। রাজ্যটির অগ্নিনির্বাপক কর্মীদের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বাহিয়া রাজ্যের রাজধানী সালভাদর থেকে প্রায় ২৫০ কিলোমিটার দূরে গাভিয়াও পৌরসভার কাছে একটি দুর্ঘটনার পর সামরিক অগ্নিনির্বাপককর্মীরা ছুটে যান।

দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। নিহতদের মরদেহ শনাক্তের জন্য পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন উদ্ধারকর্মীরা।

জ্যাকোবিনার মেয়র সোমবার তিন দিনের সরকারি শোক ঘোষণা করেছেন এবং ক্ষতিগ্রস্তদের জন্য অনুদানের ঘোষণা দিয়েছেন।

ব্রাজিলে প্রায়ই সড়ক দুর্ঘটনার ঘটনা ঘটে। গত আগস্টে সাও পাওলোতে সড়ক দুর্ঘটনায় সাতজনের মৃত্যু ঘটে।

২০২২ সালের মার্চ মাসে দক্ষিণ ব্রাজিলের একটি মহাসড়ক থেকে একদল শ্রমিককে বহনকারী একটি বাস সড়ক দুর্ঘটনার কবলে পড়ে অন্তত ১০ জন নিহত হয়।

   

About

Popular Links

x