Monday, May 20, 2024

সেকশন

English
Dhaka Tribune

গুজরাটে নৌকাডুবিতে ১২ ছাত্রসহ ১৪ জনের মৃত্যু

নৌকাটিতে ২৩ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক ছিলেন। তারা বনভোজনে যাচ্ছিলেন

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০২:১২ পিএম

ভারতের গুজরাট রাজ্যের একটি লেকে নৌকাডুবিতে অন্তত ১২ স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সঙ্গে থাকা দুই শিক্ষকেরও মৃত্যু হয়েছে। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ খবর জানিয়েছে। 

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) স্কুল থেকে বনভোজনে গিয়ে তারা নৌ-দুর্ঘটনার কবলে পড়েন। ওই দিন স্থানীয় সময় বিকেলের দিকে শিক্ষার্থীরা ও তাদের ওই দুই শিক্ষক নৌকা নিয়ে বারোদা শহরের নিকটবর্তী হার্নি লেক পার হচ্ছিলেন।

পুলিশ কমিশনার অনুপম সিং গেহলত হিন্দুস্তান টাইমসকে জানিয়েছেন, “লেকটি থেকে এ পর্যন্ত ১৪টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নৌকাটিতে আনুমানিক ২৭ জন ছিল, তাদের মধ্যে ২৩ জন শিক্ষার্থী ও চারজন শিক্ষক। পানি থেকে এ পর্যন্ত সাতজনকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।”

তিনি জানান, “শিক্ষার্থীদের সবাই বারোদার নিউ সানরাইজ স্কুলে পড়াশোন করে। বয়স সাত থেকে ১৩ বছরের মধ্যে। নৌকায় তাদের কাউকেই লাইফ জ্যাকেট দেওয়া হয়নি।”

স্থানীয় পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, কর্তব্যে অবহেলার দায়ে এ ঘটনায় ১৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন তিনজন।

 

About

Popular Links